ঘোষবাবুরা গঙ্গার পানিদার। এলাকা সুলতানগঞ্জ থেকে পিরপাঁইতি। নবাবের ফরমান পাওয়া অপর পানিদার সৈয়দ আমিরুদ্দিন। এলাকা জগদীশপুর থেকে ভাগলপুর পূর্ণিয়ার সীমানা। দু'দলের মধ্যে চলে তবু জবরদস্তি জলদখলের লড়াই। স্বাধীন দেশে জমিদারি প্রথা বিলুপ্ত হল, কিন্তু পানিদারি ?
সুপ্রিয় চৌধুরীর জন্ম উত্তর কলকাতার সাবেকি পাড়ায়। কৈশোরের অনেকটাই কেটেছে রেললাইন আর উদ্বাস্তু কলোনি ঘেঁষা শহরতলিতে। যৌবন, প্রৌঢ়ত্বের ঠিকানা মধ্য ও দক্ষিণ কলকাতার সীমান্তবর্তী সংখ্যালঘু মহল্লা। পুঁথিগত শিক্ষার গণ্ডি পেরোলেও নানাধরনের পাঠে প্রবল আগ্রহ। শখ: ফুটবল, ফিল্ম আর পশুপাখি পোষা।