প্রেতসাধক নিশি মিয়া বইতে একদম শুরুতে পিচ্চি নিতিনকে মনে আছে? ও কিন্তু অনেক বড় হয়ে গ্যাছে। অনেক বড়ো সার্জন সে। তার সার্জারি র টেবিলে কে জানেন? নিশি মিয়া সব ঠিক ছিল শুধু একটা জিনিস বাদে ডাঃ নিতিন কাটছে কিছু একটা হাতে একটা হাতুড়ি আর বাটাল যা কাটছেন তা ও অদ্ভুত বড়ই অদ্ভুত মানুষের এমন কিছু থাকেনা মানুষ এমন হতেও পারেনা নিশি মিয়া পেরেছে নাকি ওকে কোন বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছে অমন করে?
Born in Chittagong, a beautiful town in bangladesh which has many stories to tell. He is an architect by profession. Loves to write dreams, some dreams no one could imagine.
বুক রিভিউঃ “নিশি মিয়া আধোচক্র” লেখকঃ রাজীব চোধুরী (আমাগো রাগিব বাউ :P ) গল্পটা অন্য কারোও হতে পারত। হতে পারত এটা রাগিব বাউ এর চরি অন্য কোনো চরিত্রের। কিন্তু শেষমেশ "নিশি মিয়া" নামের চরিত্রটিই গল্পের মূল উপজীব্য। আর তাকে নিয়েই ঘটতে শুরু করেছে ঘটনা বহুল কিছু উপকরন, যাতে বলাই যায় এটা নিশি মিয়ারই গল্প । যেমন ধরা যাক নিচের ছোট একটি ঘটনা লেখকের ও আমার ভাষায় ছোট করে তুলে ধরলাম-
“ক্রোধে নিশি মিয়ার চোখ দুটো লাল হতে শুরু করেছে। টকটকে লাল। কিন্তু কেউ যেন নিশি মিয়ার কানের কাছে ফিসফিস করে বলছে- "নিশি রেগে যাইসনে।" কেননা মাহারু চাচ্ছে যেন নিশি মিয়া রেগে যায়। আর রেগে গেলেই হেরে যাবে মাহারুর কাছে।।
কিন্তু নিশি কিছুতেই নিজেকে কাবু করতে পারছে না। সে ঝাঁপিয়ে পরছে জুব্বুরু নামের লোমশ দানবটার উপর। নিশি যতই রাগছে ততোই তার শরীরে পরিবর্তন হছে। ধীরে ধীরে তার শরীর লম্বা হতে শুরু করেছে। কিন্তু কোন ভাবেই সে জুব্বুরুর সাথে পেরে উঠছে না। এ দিকে এতো এক মৃত্যু খেলা। হয়তো নিশি বাঁচবে না হয় জুব্বুরু। আর অপর দিকে মাহারু আর তার সাথে শত শত কালো ছায়া ওদের মৃত্যু খেলার মজা নিচ্ছে আর হাত তালি দিচ্ছে।”
কি হবে এর পরে? নিশি কি বাঁচবে নাকি মারা পরবে এই দানব জুব্বুরুর হাতে? আর এই মাহারুই বা কে? কেনই বা এই মৃত্যু খেলাতে নেমে পরেছে নিশি? কি ঘটে চলেছে নিশির জীবনে? বাঁচতে হলে জানতে হবে। চরি :p জানতে হলে পড়তে হবে “নিশি মিয়া আধোচক্র” বইটি। আশাকরি লেখক আপনাকে নিরাশ করবে না। এক বসায় পড়েফেলার মত একটি বই।
সবাই রিভিউতে লেখার শেষে রেটিং দেয়। আমি রেটিং দেওয়ার দুঃসাহসিকতাটি করলাম না। :3
সবশেষে রাগিব বাউরে বলবার চাই- বাউ বই এর শেষে কাজ টা ঠিক করলেন না। :'( অপেক্ষা আর অপেক্ষা। এক অপেক্ষার সমাপ্তি আরেক অপেক্ষার শুরু :'(
বাংলা সাহিত্যে হরর থ্রিলার এখনো ভাল ভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারিনি । নিশি মিয়া সিরিজের ২য় বই এটা । প্রথম বইটার থেকে কাহিনীর ব্যাপকতা ছিল বেশি । খুব বেশি বা ঘন ঘন গল্পের পরিবর্তন হয়েছে । এত দ্রুত একটা ঘটনা থেকে আর একটা ঘটনাতে মোড় নিয়েছে যে মিলেতে গিয়ে হিম শিম খেতে হয়েছে । মানে এক্কথায় হ য ব ল র এর মত অবস্থা । যুতস ই বা পাকা পোক্ত কাহিণি হয়ে ওঠে নাই । শেষের দিকে নিশির ভ্যাম্পায় এ টার্ন ছিল অমূলক । ওলা বিবি মানা যায় তবে ভ্যম্পায় একটু মুভি হয়ে যায় ।
লেখকের গত বারের বইটা থেকে এই লেখা খুব বেশি ভাল হয়েছে বলা যায় না । আগের সিরিজটাই বেশি ভাল ছিল । আশা করি পরের সিরিজটা আরো ভাল হবে ।