'নেতা জনতা ও রাজনীতি’ বইটি সিরাজুল ইসলাম চৌধুরী এর বহু আলোচিত রাজনীতি বিষয়ক বই। একটি ছাড়া এই বইয়ের প্রবন্ধগুলো ১৯৮৬-৮৭ তে লেখা। ‘জিয়াউর রহমানের রাজনৈতিক ভুমিকা’ রচনাটি ১৯৮৯-এর। সেটি বইটির প্রথম প্রকাশনায় ছিল না। রচনাকালের ছাপ প্রবন্ধগুলোতে রয়েছে। কিন্তু বিবেচনাগুলো কেবল যে সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল তা নয়। সময় এগিয়েছে ঠিকই কিন্তু ব্যবস্থা যে বদলায়নি তার সাক্ষ্য লেখাগুলোর বক্তব্য বহন করে। সে জন্যই কোনো রদবদল না করেই দ্বিতীয় বার বইটি প্রকাশ করা হয়েছে।
নেতা জনতা ও রাজনীতি বইটি সিরাজুল ইসলাম চৌধুরী স্যার এর লেখা কিছু রাজনৈতিক প্রবন্ধের সংকলন। এই বইয়ে স্থান পাওয়া লেখাগুলোর রচনাকাল ১৯৮৬-৮৯ সাল। এই বইয়ে তিনি বাংলাদেশের রাজনীতির কিছুটা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেছেন। তিনি তার বলিষ্ঠ লেখনীর মাধ্যমে বাঙলার সেরা কয়েকজন রাজনীতিবিদ যেমন শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মেজর জিয়া সম্পর্কে আলোচনা করেছেন। এছারাও স্থান পেয়েছে কর্নেল আবু তাহের। সেই সাথে তিনি একুশ ও একাত্তর নিয়ে দারুণ আলোচনা করেছেন। আরো স্থান পেয়েছে বাংলাদেশে বাম রাজনীতি ও গনতন্ত্রের ভবিষ্যৎ বিষয়ে বিশ্লেষণ ধর্মী লেখা। সব মিলিয়ে দারুণ ইনফরমেটিভ একটি বই।