ভাইয়ের সাথে দেখা করতে এসে জন ক্যালকিন জানলো ওর ভাই গ্রেগ ক্যালকিন খুন হয়ে গেছে, শূন্য র্যাঞ্চে ঠাই নিয়েছে ভবঘুরে দুই হোমস্টীডার। প্রতিবেশী শাটন আউটফিট আসলে যুদ্ধ ফেরত রেনিগেডদের আখড়া। হেন কোন কাজ নেই যা ওরা করতে পারে না। ওদের লক্ষ্যঃ যে কোন মূল্যে গ্রেগ ক্যালকিনের লুকিয়ে রাখা গুপ্তধন হাত করবে। জন আর দুই হোমস্টীডার ওদের পথের একমাত্র বাঁধা। কিন্তু শাটন বাহিনী জানে না সুকৌশনে গুপ্তধন লুকিয়ে রেখে গেছে গ্রেগ। শুধু জনই পারবে সেটা বের করতে... এবার জনকে চেপে ধরল শত্রুরা। হয় গুপ্তধন বের করে দিতে হবে, নইলে খুন হয়ে যাবে নিরীহ দু'জন লোক আর একটা মেয়ে। বলা বাহুল্য, প্রথম গুলিটা জনের জন্যই বরাদ্ধ করা আছে।
মেক্সিকো থেকে এক গুপ্তধন নিয়ে পালিয়ে এলো গ্রেক ক্যালকিন, সাথে ছিলো বেন শাটন। মেক্সিকান আর্মির তাড়া খেয়ে ওরা পালিয়ে আসে পশ্চিমের পাহাড়ি উপত্যকায়।সেখানেই মারা যায় বেন শাটন। যায়গাটা পছন্দ হয়ে যাওয়াতে ওখানেই র্যাঞ্চ খুলে বসে গ্রেক ক্যালকিন। ওয়েস মুর তার ছেলে মাইককে নিয়ে গ্রেকের র্যাঞ্চে যখন পৌছায় গ্রেক তখন মরে পড়ে আছে দরজায়। গ্রেককে কবর দিয়ে ওখানেই থেকে যায় বাপ বেটা। কিছুদিন পর র্যাঞ্চে হাজির হয় জন ক্যালকিন। যে করেই হোক গ্রেকের লুকানো গুপ্তধন খুজে বের করতে হবেই। গুপ্তধন খুঁজতে গিয়ে জেফ শাটন আর তার খুনে রেনেগেড আউটফিটের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে জন আর মাইক। এদিকে মাইক ভালোবাসে জেফ শাটনের সৎ মেয়ে এলিসাকে। এলিসা আবার পছন্দ করে জন ক্যালকিনকে। দিন শেষে কি ছিলো তার পরিণতি?