ইউমা কারাগার, আস্ত একটা নরক - পালিয়ে বাঁচতে পারেনি যেখান থেকে আজও কেউ। ইউমা মরুভূমি। দুর্গম, বিরান এক উত্তপ্ত উনুন। সেই জেলখানা থেকে পালাল চার কয়েদী। তাদের সঙ্গে জুটে গেল অপূর্ব সুন্দরী লিনিয়া টেইলর। কয়েদীরা চাইছে ডাকাতি করা দেড় লাখ ডলারের সোনা নিয়ে মেক্সিকোতে চলে যেতে, কিন্তু লিনিয়া টেইলর - কী চায় সে? পলাতকদের মধ্যে অপরাধী সাব্যস্ত বাউন্টি হান্টার রে জনসন। কিন্তু অ্যাবেগেইল কার্লটন গোপনে তাকে বেনন নামে সম্বোধন করছে কেন? পিছনে ধাওয়া করে আসছে দুর্ধর্ষ খুনে ইয়াকি ইন্ডিয়ান যোদ্ধার দল। সামনে পঞ্চাশ মাইল ঊষর মরু। উত্তপ্ত কারাগারে যেন বন্দী হলো ওরা। পরষ্পরের প্রতি অবিশ্বাস আর প্রতিযোগিতার মধ্যে দিয়ে টিকে থাকতে হবে জ্বলন্ত মরুতে। সোনাগুলোর কী হবে? শুরু হল একেক পর এক অঘটন। আগে কখনও নিশ্চিত মৃত্যুর আগমনী ধ্বনি এতো স্পষ্ট ভাবে শোনেনি রক বেনন।
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।