"একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে"
~শাহ আবদুল করিমকে
বাউল ফকির কথা ~ সুধীর চক্রবর্তী
ছোট বেলা থেকেই বাউল গান, বাউল গীতি, বাউল জীবনধারা অনেকেই আকর্ষন করে। পশ্চিমবঙ্গের বাউল-ফকিরদের নিয়ে বই খুঁজছিলাম - এই বইটা দেখলাম সেইরকম একটা বই।
এই বইটির জন্য সুধীর বাবু ২০০২ সালে আনন্দ পুরস্কার এবং ২০০৪ সালের সর্বভারতীয় সাহিত্য অকাডেমি পুরস্কার পান, তাই মনে হয় না এর পর আর এই বইয়ের রিভিউ দরকার আছে।
বাউল কে, কী তার জীবনাচরণ, তার করণকারণ, কী তার অঙ্গবাস, কী তার মতাদর্শ, বাউল আর ফকির এর মধ্যে কী পার্থক্য - এই সমস্ত এই বইতে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে।
'বাউল ফকির কথা' রূপের আড়ালে অরূপরতন সন্ধানের এক উজ্জ্বল উপাখ্যান। এই বইয়ের প্রতিপাদ্য আজকের বাংলায় বাউল-ফকিরদের প্রকৃত অবস্থান ও সাংসারিক অবস্থা, তাঁদের জীবনের ছন্দ, বাণী আর সুরের উৎস সন্ধান। সুশৃঙ্খলভাবে সাজানো যাবতীয় জ্ঞাতব্য সারণি, বিস্তৃত তথ্যপঞ্জি ও ফকিরদের আত্মকথন- সেইসঙ্গে সংগৃহীত বাউল ও ফকিরি গান, স্বরলিপি ও আলোকচিত্র সম্ভারে অপরূপ এই রচনা ও তার প্রকাশগত শৈলী। বাংলা সংস্কৃতির নির্মাণে বহু বিচিত্র গৌণ ধর্মাচারীদের কাহিনী ও তাঁদের নারীজীবনের বর্ণবিভার উদ্ভাসিত অন্তরমহল মরমি লেখনীতে ব্যক্ত হয়েছে।
বাউল-ফকিরদের দেহতত্ত্বের রহস্যময় আয়নার বিচ্ছুরণ এ বইকে স্বাদু ও আকর্ষণীয় করে তুলেছে।
আনন্দ পাবলিশার্স
৪০০ টাকা।
৩৬৫ পৃষ্ঠা।