একদল নেস্টারকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব পেল বেনন। উচ্ছেদ করতে আসা র্যাঞ্চারদের গানম্যানদের বিরুদ্ধে একা কি করতে পারবে সে? একমাত্র পথ নিরীহ কৃষকদের অস্ত্রে দক্ষ করে তোলা।
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।
বেননের গল্পগুলো পরে আগে প্রচুর মজা পেতাম, এখন আর সেরকম লাগে না। বেনন আর ব্যাগেলের জোকসগুলো পড়ে আগে হাসিতে গড়াগড়ি খেতাম। চরিত্রটা কেন জানি আগের মত ভাল্লাগে না।