গত বছরের শারদীয়া আনন্দমেলায় প্রকাশিত অখাদ্য লেখার মধ্যেও ছোটো-বড়ো পাঠকের কিছুটা আনুকূল্য পাওয়া এই লেখাটি বই আকারে আজ পড়লাম। বিজ্ঞানের কিছু জটিল জিনিস, একটি সর্বগ্রাসী রিপু (লোভ) আর ম্যাজিকের আকর্ষণীয় জগতের কম্বিনেশন, ঘাত-প্রতিঘাতে ভরা সংলাপ, একটি জরুরি বার্তা, আর যৎসামান্য অ্যাকশনের সাহায্যে গড়ে তোলা এই কাহিনি পড়তে ভালোই লাগে। তবে, সৌরভ মুখোপাধ্যায়-এর শিশু-কিশোর সাহিত্যের আঙিনায় শ্রেষ্ঠ লেখা এটি নয়। তার জন্য আপনাকে "মেঘ-ছেঁড়া রোদ" পড়তেই হবে।