দেব্রীপ্রসাদ চট্টোপাধ্যায় (English: Debiprasad Chattopadhyaya) ভারতের কলকাতায় ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর লেখাগুলো একাধারে দর্শন ও বিজ্ঞানের সমন্বয়। এছাড়াও তিনি প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কেও গবেষণা করেছেন। তিনি ১৯৯৩ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
আমার প্রিয় লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। এতো সহজ সরল ভাষায় বিজ্ঞান লেখক কমই আছে। যাই হোক বইটায় মূলত শরীরের রক্তে কাজ বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তবে অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত আছে। ছোট বই আধা ঘণ্টার একটু বেশি লাগতে পারে। পড়ে শেষ করে ফেলার আমন্ত্রণ রইল।
This entire review has been hidden because of spoilers.