অত্যধিক পর্যায়ের সার্কাজম সমাজ টমাজ ইত্যাদি নিয়ে। প্রতি লাইনে সতর্ক থাকতে হয়, নাহলে বুঝা যায় না কোনটা সত্য আর কোনটা সার্কাজম। সময় নিয়ে পড়তে পারলে রসিক একটা বই। এই বইয়ে কারো কোনো দোষ নাই, অথচ সবার শিকার এক মেয়ে, বিমলা। সমাজব্যবস্থা নিয়ে এত বড় সার্কাজম লিখা হয়েছে এত আগে! অবাক করার মত ব্যাপার