Jump to ratings and reviews
Rate this book

শব্দভুক: বিদ্যানন্দ গল্প সংকলন

Rate this book
২০ টি ছোটগল্পের সংকলন

জবানবন্দী / সামিন রহমান
রক্তক্ষরণ / মোঃ সাহাবউদ্দিন হাসান বাবু
বোবাকান্না / তুহিন অর্ণব
সেই পিছু ডাক / নওশীন শিকদার
তিনি আমায় চিনলেন না / ইয়াসিন আরাফাত
অমানুষ / ওয়াসিকা নুযহাত
বিব্রত বিবেক / কাওসার পারভীন
প্লাবন / অকৃতকার্য সেই ছেলেটি / চন্দ্র নাথ
ম্যাজিক / মাহমুদ রহমান
থুতু / সাইফুল্লাহ সাইফ
রুশনীর গল্প / রমেল বড়ুয়া
সমান্তরাল ভবিষ্যৎ / কায়েস মাহমুদ স্নিগ্ধ
স্নেহ / সুপণ শাহরিয়ার
মেঘ, রোদ, বৃষ্টি / নাঈম আমান
অনিঃশেষ অপেক্ষা / মাদিহা মৌ
নীরবে নীরবতা / রিয়াদ
গরুর পায়া কিংবা মোজাহেদ মাস্টারের গল্প / অনন্ত আরফাত
স্বপ্নের ডানা মেলে / বিকেল চড়ুই
ছন্দ পতন / শিহানুল ইসলাম
নিরব প্রতিশোধ / অর্থহীন অমিত

142 pages, Hardcover

First published February 1, 2015

9 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
2 (50%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Mosharraf Hossain.
Author 3 books57 followers
February 17, 2015
গল্পগুলো মানবিক আবেগের গল্প, অনুভূতির দোলাচলের গল্প, আঘাত, অপঘাত, নিষ্ঠুরতার গল্প, গল্প ভালোবাসার, মমতার। বিষয় বস্তু হিসেবে উঠে এসেছে বন্ধুত্ব, স্বার্থপরতা, স্বাধীনতা, ভাষা আন্দোলন, প্রেমের সফলতা, ব্যর্থতা। সার্থক ছোটগল্পে কি কখনো দুর্দান্ত কিছু ঘটে? এতো মধ্যবিত্তের প্রাত্যহিক কর্মকাণ্ডের মতো, বাঁধা জীবনের দোলাচল, তারি মাঝে ঘটে যাওয়া আনন্দ বেদনার কাব্যের নাম-ই তো হচ্ছে ছোট গল্প। কিন্তু তার মধ্যেই কিছু না কিছু থাকে, যা আমাদের একাত্ম করে নেয়৷ স্বপ্নের ডানা মেলে পড়তে পড়তে যদি পাঠকের চোখের কোন ভিজে উঠে আর মনে পড়ে যায় ছোটবেলার হারানো কোন বন্ধুকে সেই কৃতিত্ব তবে বিকেল চড়ুই এর।

গরুর পায়া কিংবা মোজাহেদ মাস্টারের গল্প-তে উঠে এসেছে এক প্রবীণ শিক্ষকের কথা, প্রকৃতি যাকে নিষ্ঠুর খেয়ালে জীবন যুদ্ধে নামিয়ে দিয়েছে। বৈজ্ঞানিক কল্প কাহিনী সমান্তরাল ভবিষ্যৎ, গল্পের মাঝে পাঠককে ধরে রাখার একটা ক্ষমতা আছে, এর এতো ছোট পরিসরে অসাধারণ একটি কল্প কাহিনী এতো নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন যে লেখক আশা করছি বড় পরিসরে সুযোগ পেলে তিনি অনেক ভালো করবেন।

অনিঃশেষ অপেক্ষা পড়তে পড়তে মনে হচ্ছিল জহির রায়হানের জীবনী পড়ছি। ভাষা সৈনিক উপন্যাসিক, যার বড় ভাই সাংবাদিক। ১৯৭১ এর ১৪ই ডিসেম্বরে নিখোঁজ বড় ভাইকে খুঁজতে গিয়ে যে আর ফিরে আসেনি। ১৯৭১ এর পটভূমিতে লেখা এই সুন্দর ছোটগল্পের পরের গল্পটাই হচ্ছে ১৯৫২ কেন্দ্রিক জবানবন্দী। নিঃসন্দেহে শব্দভুকের অন্যতম সেরা ছোটগল্প। ভাষা আন্দোলনে শহীদ অপু-র মা কাগজে কিছু লিখে চলেছেন আর সেই ঘটনা জবানবন্দী হয়ে প্রকাশিত হচ্ছে সেই কাগজের কণ্ঠে। লিখতে লিখতে একটা কাগজ কে অপুর মা ছিঁড়ে ২১ টুকরা করে ফেললেন আর কাগজটি তার জবানবন্দীতে বলে উঠলো, “আমি প্রচণ্ড আর্তনাদ করে ২১ টুকরো হলাম”, এই আর্তনাদ কি শুধু ছিঁড়ে যাওয়ার, নাকি ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ২১ টুকরো হবার লজ্জার?

বীরাঙ্গনা সন্তানের দুঃখ, কষ্ট আর যন্ত্রণার গল্প নীরব প্রতিশোধরক্তক্ষরণ গল্পে উঠে এসেছে এক বীর মুক্তিযোদ্ধার গল্প, সময়ের চপেটাঘাতে যাকে এখন জীবন চালাতে হয় রিকশা চালিয়ে। ভাষার প্রতি আমাদের অবমাননার গল্প বোবাকান্না, তবে এই গল্পে একটা জায়গায় এসে একটু দৃষ্টিকটু লাগলো, এক জায়গায় বর্ণনায় ছিল, “সে হাটতে হাটতে বসুন্ধরা সিটির সামনে চলে এলো। একটু এগিয়ে গেলেই একটা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স”। বসুন্ধরা সিটি আর স্টার সিনেপ্লেক্সের অবস্থান তো এরকম না।

মানবিক আবেগ, অনুভূতি, স্নেহ, মমতার গল্প সেই পিছু ডাক, স্নেহ, তিনি আমাকে চিনলেন না। যুদ্ধ পরবর্তী সময় এবং রাজাকারদের নিয়ে লেখা বিব্রত বিবেক এই বইয়ের আরেকটি অন্যতম সেরা গল্প।

সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প প্লাবন – অকৃতকার্য সেই ছেলেটিম্যাজিক গল্পটির ব্যাপ্তি মাত্র তিন পাতা, ঘটনার কোন ঘনঘটা নেই, কিন্তু মাত্র এই তিন পাতাতেই লেখক তার মুন্সীয়ানা দেখিয়ে দিয়েছেন অনুভূতির বহিঃপ্রকাশে।

পরিবার কেন্দ্রিক আরেকটি সুন্দর গল্প থুতু, উপন্যাসিক খুব সুন্দর সমাপ্তি টেনেছেন, তবে খটকা, গল্পের বর্ণনায়। এক জায়গায় বলা হল গল্পের বক্তার ছোট দুই ভাইয়ের জন্মের আগে তাদের বাবা কারখানার শ্রমিক ছিল; এরপর কয়েক জায়গায় বলা হল বক্তারা চার ভাই বোন; তারপর বলা হল, বক্তার বড় ভাইয়ের নাম ছুটু, একমাত্র বোনের নাম লিলি। তাহলে বক্তার বড় ভাই একজন, বোন একজন, বক্তা নিজে, ছোট ভাই দুইজন হল কিভাবে? আবার গল্পের একেবারে শেষে এসে বলা আছে, "আমরা পাঁচ ভাই বোন মিলে বিষাক্ত গমের..."

বইয়ের একেবারে শেষ গল্প নীরবে নীরবতা, নীরব ভালোবাসার গল্প। সব মেঘে বৃষ্টি হয় না, সব আবেগের প্রকাশ দৃষ্টি খুঁজে পায় না, সব ভালবাসাই প্রকাশিত নয়, কিছু কিছু অপ্রকাশিত ভালবাসা নীরবেই দুজনার মাঝে রয়ে যায়। সেই অপ্রকাশিত ভালবাসার গল্প নীরবে নীরবতা।
Profile Image for Sayeed Shihab.
Author 11 books39 followers
February 17, 2015
শব্দভূক বইটার প্রচ্ছদ দেখেই ঠিক করে রেখেছিলাম এই সংকলনটা কিনতেই হবে। বেশ কিছু গল্প পড়ে ফেলেছি। ভাবলাম ছোটখাট একটা রিভিউ লিখেই ফেলি।

১.স্বপ্নেরা ডানা মেলে- বিকেল চড়ুই
প্রেমিক-প্রেমিকার কাছে আসার গল্প তো কতই পড়েছি আমরা কিন্তু বন্ধুত্বের কাছে আসার সাহসী গল্প কি তেমন একটা পড়া হয়েছে?? 'স্বপ্নেরা ডানা মেলে' ঠিক সেইরকম একটি গল্প। অনেক আবেগ দিয়ে লেখা। গল্পটি পড়ে মন খারাপ হয়ে গিয়েছিল। আর লেখকের উপর রাগ হয়েছে সমাপ্তি না টানার জন্য, ঠিক যেন 'সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হল না শেষ'। অসাধারণ লেগেছে গল্পটি।

২. গরুর পায়া কিংবা মোজাহেদ মাস্টারের গল্প- Aunonto Arfat
গল্পটি মোজাহেদ মাস্টারের গল্প। আমাদের প্রাত্যহিক জীবনের গল্প। জীবন চলার পথে চোখে পড়ে এরকম খুব অসাধারণ একটি ঘটনাকে লেখক তার অসাধারণ বর্ণনাশৈলি দিয়ে ফুটিয়ে তুলেছেন গল্প আকারে। সুন্দর ভঙ্গিতে বর্ণিত গল্পটি আমার কাছে চমৎকার লেগেছে।

৩. অনি:শেষ অপেক্ষা- মাদিহা মৌ মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পটায় লেখিকা ১৯৭১ তে গুম হওয়া বুদ্ধিজীবীদের তুলে এনেছেন। ১৪ ডিসেম্বরে হারিয়ে যাওয়া সেসব বঙ্গসন্তানরে আজো আমাদের কাছে এক রহস্য। সেই রহস্য সমাধানের এক আকুলতা লেখিকা ফুটিয়ে তুলেছেন তার এই গল্পে কায়সার চরিত্রের মধ্য দিয়ে। আর গল্পের পরিণতি বুদ্ধিজীবী হত্যা নিয়ে আমাদের বর্তমান অজানাকেই নির্দেশ করে।

৪.সেই পিছু ডাক- নওশীন শিকদার
লেখিকার প্রসংশা করতেই হয়। এক লেখা দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি যেমন গল্প লিখতে পারেন ঠিক তেমনি কবিতাও লিখতে পারেন। গল্পটার অসাধারণ হয়েছে। আমি পুরোপুরি গল্পে ডুবে গিয়েছিলাম। মনিরের কষ্টাটা উনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন।

৫.তিনি আমাকে চিনলেন না- ইয়াসিন আরাফাত
শব্দভূকের বেশির ভাগ গল্পই কেন জানি মনে হল পাঠককে কষ্ট দেওয়ার জন্য লেখা। এই গল্পটি ঠিক সেরকম একটি গল্প। সমাজ থেকে ছিটকে পড়া এক বৃদ্ধকে নিয়ে লেখা গল্পটি আমার খুব ভাল লেগেছে।

৬. বিব্রত বিবেক- কাওসার পারভীন অনেক সুন্দর একটা গল্প। রাজাকার নিয়ে ভিন্নধর্মী গল্প সম্পুর্ণ অন্যরকম এক প্রেক্ষাপটে। বর্ণনাতেও একঘেয়েমি ছিল না।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.