নিখোঁজ এক মেয়েকে খুঁজে বের করতে হবে। তেমন কোন সূত্র না থাকলেও সাধারণ কাজই বলতে হবে এটাকে। কিন্তু কাজে হাত দিয়েই হাড়ে হাড়ে ভুলটা টের পেল জন ক্যালকিন। কারও বাড়া ভাত ছাই দিয়েছে যেন, ওকে খুন করতে হন্যে হয়ে পড়েছে কিছু লোক। কুখ্যাত খুনি ন্যাট হিনম্যান, টাকার পাগল বাড ব্যাগট, বন্দুকবাজ স্মোক রেফার্টি, কোটিপতি রেল ব্যবসায়ী হেনরি হলিস্টার... সবাই একত্র হয়েছে পশ্চিমের অখ্যাত ছোট্ট এক শহরে। কী চায় এরা? বাড়ি ছেড়ে পালিয়ে আসা ক্যাথি টার্নার বা যাযাবর জীবনে অভ্যস্ত আন্দ্রিয়াও এদের চেয়ে কম রহস্যময় নয়। ঘটতে শুরু করল ঘটনা। একের পর এক খুন হচ্ছে। নিখোঁজ মেয়েটাকে খুঁজবে কি, প্রাণ বাঁচানোই কঠিন হয়ে পড়ল জনের জন্য। তবে শুরু যখন হয়েছে, যাই ঘটুক বা যত রহস্যই থাকুক, শপথ করল, শেষটা দেখে ছাড়বে ও!