ক্যাল্ডার পশ্চিমের সবচেয়ে বুনো, নোংরা এবং অস্থির শহর। মেয়র রেনে টাপার এখানকার একচ্ছত্র অধিপতি - কারণ তার ইচ্ছেমত চলছে শহরটা। রাজ্যের সব খুনী, লুটেরা, জুয়াড়ী, আউটল আর ফেরারীদের জায়গা দিয়েছে সে। আইন তাদের ছুঁতে পারে না। টাপারের হুকুমই এখানে একমাত্র আইন।
হঠাৎ ক্যাল্ডারে উপস্থিত হলো জন ক্যালকিন। ওর হাতে ফেরারীদের নামের তালিকা, উরুতে জোড়া পিস্তল। কিন্তু ক্যাল্ডারে শান্তি আনা কী এতই সহজ? প্রতিপক্ষে রয়েছে বেপরোয়া খুনেদের দল; এদিকে ওকে বেঈমান ভাবছে ক্যাল্ডারের শান্তিপ্রিয় লোকজন। অথচ কেউ জানে না আড়ালে থেকে কলকাঠি নাড়ছে ধুরন্ধর এক লোক!
শেষ খবর পাওয়া পর্যন্ত টেক্সাস রেঞ্জার জন ক্যালকিন (ওয়েস্টার্নে আমার সবচেয়ে প্রিয় চরিত্র) এখানে থিতু হবার আভাস পাওয়া যায়! বইটি আমার এতই প্রিয় যে, নতুন বই পড়ার সময় পাইনা অথচ এইটা ৩/৪ বার রিভাইস দিয়েছি 💜
ক্যাল্ডার শহর বুনো পশ্চিমের মাঝে আরো বেশী বুনো আর বেয়াড়া একটা শহর। হওয়ার কারন অবশ্য স্বাভাবিক, শহরের মেয়র রেনে টপার শহরে যত সব চোর ডাকাতকে আস্তানা গাড়তে সুযোগ দিয়েছে। বিনিয়মে তার পকেট ভারী হচ্ছে। প্রোটেকশন মানি আর কি। শহরকে ঝেড়ে মুছে পরিষ্কার করার জন্য এসে হাজির হল জন ক্যালকিন, সাথে এক গাদা ওয়ান্টেড পোষ্টার নিয়ে। আর সাথে বিস্বস্ত কোল্টতো আছেই। কিন্তু কথা হল ক্যালকিন একা কি করবে এত জন আউটল এর বিপক্ষে? বিপদে হাত বাড়িয়ে দিল দুই সুন্দরী রমনী।
পাঠ প্রতিক্রিয়াঃ জন ক্যালকিন সিরিজের প্রথম দিকের বই এটা। তাই হয়ত ক্যালকিনকে তার স্বাভাবিক খোলসের বাহিরে অনেক কিছু করতে দেখা যায়, যা কিনা নরমালি সে করে না।