#অনুভূতির_প্রকাশক
#রিভিউ_নামে_খেজুরে_আলাপ
সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে "দেশে বিদেশে"ভ্রমণকাহিনীর জন্য তাকে সবাই কমবেশি চিনে।। তিনি নিজের লেখায় নিজেকে লুকিয়ে রাখেন। নিজের সম্পর্কে কোথাও কিছু বলতেন না, বললেও নিজেকে নিয়ে করেছেন রসিকতা ।আড্ডার মোড়কে নিজেকে পরিবেশন করতেন।
আলী সাহেবের বিভিন্ন দিক তার ফুর্তিবাজ মুখোশে ঢাকা পড়ে গেছে। এসব আর কখনোই জানা যাবে না।তার সম্পর্কে হাতেগোনা যেটুকু লেখা আছে,তাতে তার বাইরের খবর মেলে,ভেতরের নয়।
তার সম্পর্কে ভিতরের বাইরের নানা প্রসঙ্গ- অপ্রসঙ্গ ও তার সাথে কাটানো সময়ের নানা স্মৃতিকথা তুলে নিয়ে এসেছেন গোলাম মুস্তাকীম লিখিত "সৈয়দ মুজতবা আলী : প্রসঙ্গ,অপসঙ্গ" স্মৃতিচারণমূলক বইয়ে।
গোলাম মুস্তাকীম ১৯৭১ সালের ২৮ এপ্রিল থেকে ১৯৭৪ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত সৈয়দ মুজতবা আলীর সহচার্যে ছিলেন। আলী সাহেবের শৈশব-কৈশোর থেকে শান্তিনিকেতন অধ্যয়ন,বিদেশে লেখাপড়াসহ জীবনের অনেক অজানা গল্প!
১৬০ পৃষ্টার এ বইটি পড়লে জানতে পারবেন মুজতবা আলীর জীবনের নানা ঘটনা, অনেক সাহিত্যিক সম্পর্কে ।
নিচে কিছু কথা তুলে ধরলাম -
১."বিদ্যাসাগর এবং মাইকেল নিয়ে আর একদিন কথা উঠলো। তিনি বললেন, একবার এক লোক এসে বিদ্যাসাগরকে বললে, আপনি যে মাইকেলকে টাকা ধার দেন সেই টাকা দিয়ে সে কি করে জানেন? বিদ্যাসাগর অম্লানবদনে বললেন, সে ঐ টাক�� দিয়ে মদ খায়। লোকটি বলল, আপনি মদ্যপান বিরোধী হয়ে জেনেশুনে মাইকেলকে মদ খাওয়ার জন্য টাকা দেন? এ কেমন ধারা কথা হল? উত্তরে বিদ্যাসাগর বললেন, টাকা না পেলে মাইকেল আজেবাজে মদ খেয়ে অকালে মারা যাবে। 'তাহলে আমাদের টাকা দিন মদ খাওয়ার জন্য। হেসে বিদ্যাসাগর বললেন, হ্যাঁ তুমি আর একখানা মেঘনাদবধ কাব্য লিখে নিয়ে আসো, তোমাকেও আমি মদ খাওয়ার জন্য টাকা দিবো।"
২."তুমি যে দেশের ভাষা শিখবে সেই দেশের লোকের কাছে শিখতে পারলে সবচেয়ে ভাল হয়।কারণ প্রথম তুমি যে উচ্চারণ শেখো সেটাই তোমার অভ্যাস হয়ে যাবে।"
৩."আমি ছাত্রছাত্রীদের বলতাম, তোমার কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে প্রথমে তোমার মাতৃভাষায় লিখবে,তারপর সেটা ইংরেজীতে অনুবাদ করবে।এর দুটো সুফল ফলবে।প্রথমত তুমি দুটো ভাষা শিখবে।দ্বিতীয়তঃউত্তরটা তোমার নিজের হবে।"
৪."পাঞ্জাবীরা নিজেদের খাটি মুসলমান বলে দাবী করে।কিন্তু আমার জানামতে ওদের মত অসভ্য ও বর্বর জাত দুনিয়ার তে দুটি নেই।অদের মধ্যে যত লম্পট, মদ্যপ আর হোমোসেক্সুয়াল আছে দুনিয়ার আর কোন জাতে আছে কিনা সন্দেহ। সত্যি কথা বলতে কি, সত্যিকার অর্থে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যেই আমি ধর্মভীরু,খোদাভীরু মুসলমান দেখেছি। জানো ত দুনিয়ার সব বড় বড় পোর্টে দুনিয়ার নামকরা প্রস্টিটিউশন আছে।আমি যখন ইউরোপ গিয়েছি,তখন পূর্ব বাংলার কোন খালাসীঃসিলেট,চিটাগাং নোয়াখালীর কোন খালাসীকে আমি প্রস্টিটিউশনে যেতে দেখিনি।"
৫."যদি কোনদিন সাহিত্য চর্চা করতে চাও তাহলে দুটো বই খুব ভাল করে পড়বেঃআরব্যপোন্যাস ও জাতক।জাতকের মত ভাল বই খুব কম আছে।বাংলায় সাহিত্য চর্চা করতে চাইলে তোমাকে জাতক অবশ্যই পড়তে হবে।"
৬."টলস্টয়ের যে কোন উপন্যাস ই তোমাকে কমপক্ষে তিনবার পড়তে হবে।"
"হিটলারের একটা মজার কথা আছে।তিনি বলতেন, ১০০ টা বই পড়ে নব্বইটা ভুলে যাওয়ার চেয়ে ১০ টা বই পড়ে ৯টা মনে রাখা অনেক ভালো।"
বই: সৈয়দ মুজতবা আলী : প্রসঙ্গ অপ্রসঙ্গ
লেখক: গোলাম মোস্তাকীম
প্রকাশক : স্টুডেন্ট ওয়েজ
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ১৫০
©না হা স