কানাইলাল দত্ত বাংলার বিপ্লবী আন্দোলনের একজন অন্যতম চিরস্মরণীয় ব্যক্তিত্ব । রাজসাক্ষী নরেন গোঁসাইকে হত্যা করে কানাইলাল ও সত্যেন বসু ফাঁসির মঞ্চে প্রাণ দেন । তাঁদের আত্মাহুতির কারণে ঋষি অরবিন্দ আলিপুর বোমার মামলা থেকে মুক্তি পান । এই বইটিতে তাঁদের কর্মকান্ড বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ।