তিহাসের এক বিচিত্র ঘটনাবহুল সময় ইংল্যান্ডের রানী ভিক্টরিয়ার রাজত্বকাল। সাহিত্য থেকে রাজনীতি - 'ভিক্টোরিয়ান এরা' সর্বক্ষেত্রে আলোচিত ও নিন্দিত। এইসময় বিশ্বসাহিত্যের পাতায় উঠে আসে আরেকটি নতুন ধারা 'ভিক্টোরিয়ান গথিক হরর'।
পরিত্যক্ত অট্টালিকা, পারিবারিক অভিশাপ, অলৌকিক কিংবদন্তী, রহস্য, ভয় মিলিয়ে তৈরী হয় গথিক হররের প্রেক্ষাপট। তবে বহু ব্রিটিশ সাহিত্যিক সেই প্রেক্ষাপটকে ভেঙেছেন, গড়েছেন। অনুপ্রবেশ ঘটেছে মনস্তত্ত্ব, ডার্ক হরর, কর্মফল। ভিক্টোরিয়ান এরা এক অলিখিত রেনেসাঁস। একদিকে বিচিত্র বৈজ্ঞানিক উদ্ভাবন হচ্ছে। বিশ্বের প্রতিটি কোণকে ইউরোপের সামনে তুলে ধরার প্রচেষ্টা। অন্যদিকে ব্রিটেন অধিকৃত উপনিবেশ ভারতবর্ষেও ঘটে চলেছে নানান পটপরিবর্তন।
'ফিরিঙ্গি ভূত' অনুবাদ বা বঙ্গানুবাদের বেড়াজাল টপকে সেই সময়ের নির্যাসটুকু ধরে রাখার এক মৌলিক প্রয়াস। গথিক হররের আদলে তৈরী আটটি মৌলিক গল্পে ঠাসা 'ফিরিঙ্গি ভূত' এর পাতায় উঠে এসেছে তৎকালীন ইউরোপীয় সমাজের এক অন্ধকার অধ্যায় যা ভৌতিক গল্পের পাঠকদের এক অনন্য পাঠের তৃপ্তি দেবে।
আমুনেত পাপস্খালন অ্যাম্বেরলি ম্যানসন মৃত্যু মহল দেবতার অভিশাপ অভিশপ্ত নগর কানেক্টিকাটের বাড়িটা কয়েদি
A concise collection of office beat horror ghost stories... The author has done wonderful translating these Euro American Pre Modern era stories... A worthwhile read...