নরকের খোলা দ্বার দিয়ে অশুভর প্রবেশ ঘটেছিল অনেক আগেই। তারপর থেকে সে দ্বার খোলাই ছিল। একে একে এসেছে কত শত অভিশপ্ত প্রেতের দল। কখনো সে প্রেত উঠে এসেছে কল্পনার নরক থেকে, কখনো বা সে জন্ম নিয়েছে পৃথিবীর মানুষের অন্তর্জগতে। নরক উঠে এসেছে পৃথিবীতে। ভালোবাসা নীল হয়ে উঠেছে ভয়ের বিষাক্ত ছোবলে। দেখতে চান সেই বিষাক্ত নরকের চিত্র? অনুভব করতে চান সেই থর থর কম্পন হৃৎপিন্ডের গহন গভীরে? তবে পায়ে পায়ে এগিয়ে এসো এই নরকের আলিঙ্গনে। দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর প্রেতের দল আপনার অপেক্ষায়। আপনারই অপেক্ষায়।
লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দীর জনপ্রিয় বই নরকের দ্বার খোলা বইটির সাফল্যের পর আসছে আসছে দশটারও বেশি অলৌকিক গল্প দিয়ে সাজানো নরকের দ্বার খোলা 2...
বৈশালী দাশগুপ্ত নন্দী পেশায় শিক্ষক, নেশায় লেখক। ছোটোবেলা থেকেই লেখালেখিতে তীব্র আগ্রহ। ২০১৯-এ প্রকাশিত গল্পসংকলননরকের দ্বার খোলা তাঁর প্রথম একক গ্রন্থ। পাঠকের প্রশংসাধন্য উল্লেখযোগ্য অন্যান্য বই: শ্বাপদ, জেগে আছে শয়তান, নরকের দ্বার খোলা ২, তিনে নেত্র ও নির্ঝর রহস্য ১। তাঁর অলৌকিক এবং রহস্য কাহিনি প্রকাশিত হয়েছে বিবিধ গল্পসংকলনে। তাঁর অনেকানেক গল্প-উপন্যাসের শ্রুতরূপ রেডিও মির্চি সানডে সাসপেন্স, মিডনাইট হরর স্টেশন, থ্রিলারল্যান্ড-সহ নানান অডিও প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়েছে। বৈশালীর গল্প অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র অচিরেই রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে।
এই বইতে ছোট বড় মিলিয়ে ১৬টি গল্প আছে। গল্পগুলো মোটামুটি মানের। কেউ নিষেধ শোনে না, নিশীথিনী, প্রায়শ্চিত্ত গল্পগুলো ভালো লেগেছে। কয়েকটা গল্প পড়ে বেশ বিরক্তি লেগেছে।সব মিলিয়ে ৩ তারার বেশি দিতে পারলাম না।