খেজুর-বিচি যাদুশক্তি এক ভূমিদাসের কাহিনী সাত বোন বাঁশের বাঁশি বাজানোর প্রচলন শুরু হলো কীভাবে? যে কুকুরের ন'টি লেজ ভাত খাওয়া সাদা পালকের পোষাক কালো ঘোড়া - সেজ ভাই চাং ফুমেইয়ের প্রেম-কাহিনী কুমিইয়া সুরলোকের বাঁশীওয়ালা
চাইনিজদের প্রকৃতিপ্রেমটুকু খুব সুন্দরভাবে বোঝা যায় বর্ণনাগুলোর দ্বারা। আর এক এক জাতির উপকথার বিবরণী ও এক এক রকম। কোনটায় যাযাবর বণিক, তো কোনটায় উপত্যকার জংগলে ঘুরে বেড়ানো শিকারি, কোনটায় সমুদ্রতীর আর ড্রাগন রাজা। বোঝাই যায় আশেপাশের প্রকৃতির উপর নির্ভর করে মানুষের গল্পগুলোও বদলে যায়। গল্পের নায়করা সবাই যে খুব সাধু পুরুষ, তেমনটা নয়। বরং চালাকি ধূর্ততাকে মনে হয় বাহবা দেয়া হয়েছে বেশি বেশি। সবচে ভাল লেগেছে 'সাত বোন'। গল্পটাতে সাত নেকড়ে যারা মানুষের রূপ ধরে বোনদের বাসায় আসে, তারা আসলেই নেকড়ে নাকি মানুষ বিষয়টা চিন্তার।