ঝরঝরে ভাষায় লেখা, খুবই চমৎকার। তবে লেখক মূল শাহনামা পড়ে এই বই লিখেননি এবং রুস্তমের মৃত্যুর মধ্য দিয়েই বইটার শেষ হয়েছে। পারথিয়ান বা আরসিয়াড রাজবংশের শাসনাকাল, সাসানাইড বংশের ইতিহাস, আরবদের পারস্য বিজয় এসব বাদ পরেছে এই বইয়ে। (ভূমিকাতেই এগুলো বলা আছে।) কি হত যদি লেখক মূল বইটা একটু পড়তেন? (এইজন্যই একটা তারা কম)
মহাকাব্য শাহনামার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি, এখানে বলা হল, পৃথিবীর প্রথম মানুষ গায়োমার্ট (কায়মোরাস) এর মরদেহ থেকে জন্মানো বৃক্ষ থেকেই নর (মাশায়া) ও নারীর (মাশুই) সৃষ্টি হল এবং তাদের থেকেই বংশধারা সৃষ্টি হল। কিন্তু মূল শাহনামা অংশে কায়মোরসের নিজের ছেলের কথা বলা আছে। ব্যাপারা বেশ গোলমেলে!