এই বইতে ১৪টি ছোটগল্প আছে। বইয়ের ভূমিকায় লেখক বলেছেন , তিনি অলৌকিক এবং প্রেম এর মিশ্রণ ঘটেছে এই গল্পগুলোতে। যদিও অলৌকিকতা খুব বেশি নেই গল্পগুলোতে। প্রেম আছে বটে, তবে শুধু নারী পুরুষের প্রেম নয়, বরং নানারকম বৈচিত্র্যময় প্রেমের সমাহার। শ্মশানকোকিলের ডাক, হিরেগাছ, মুনিয়া এবং রানি, দশমীর সন্ধে, চন্দ্রগুপ্ত, ঘটু, অর্ধসত্য গল্পগুলো ভালো লেগেছে। লকডাউনের মেছোভূত, শশাঙ্কবাবু ও শ্যামাপোকা গল্পদুটো ভালো লাগেনি। বাকি গল্পগুলো মোটামুটি মনে হয়েছে। সব মিলিয়ে ৩.৫ তারা রেটিং দিলাম।
সৌভিক চক্রবর্তীর লেখা এই প্রথম পড়লাম, আরো পড়ার ইচ্ছা রইলো।