বাতাসে ভেসে বেড়াচ্ছে সাক্ষাৎ মৃত্যু। আসলে জিনিসটা কি? একজন ফেরাউনের অতৃপ্ত আত্মা? তার অভিশাপ? মিশরের রাজধানী কায়রোয় নিখোঁজ হয়ে গেল কামাল।মহুয়া, রাসেল আর লিনাকে নিয়ে তদন্ত শুরু করলো প্রাইভেট ডিটেকটিভ শহীদ খান। একে একে ওদের সাথে যোগ দিল কাউন্ট টাটা,বাকপটু পেত্রা,ধনীর দুলালী ডোনা।জানা গেল সমস্ত রহস্যের পেছনে আছে ঘুমোন নামে এক লোক।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।