Jump to ratings and reviews
Rate this book

পতনের পূর্বাপর : হাসিনার কর্তৃত্ববাদ, আওয়ামী বয়ান ও সংস্কারের পথযাত্রা

Rate this book
হাসিনা পতনের আগের বছরগুলোতে কর্তৃত্ববাদ টিকিয়ে রাখতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার অন্যতম হচ্ছে বয়ান নির্মাণ। নিজেদের পক্ষে বয়ান নির্মাণ ও বিতরণে আওয়ামী লীগের যে পারদর্শিতা, তার ধারে কাছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল নেই। এই বয়ানের উপরে নির্ভর করেই পরপর চারটি নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। এর মধ্যে শেষ তিনটি নির্বাচনে যে নির্লজ্জ কারচুপি করা হয়েছিল, তা এমনকি দুর্বল গণতন্ত্রের উন্নয়নশীল দেশগুলোর ইতিহাসেও বিরল।

হাসিনা পতনের পরে বাংলাদেশ এক নতুন পরিস্থিতিতে পড়ে। একদিকে হাসিনার দীর্ঘ স্বৈরশাসন শেষ হবার রেশ পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠী, যারা হাসিনা-বিরোধিতায় একত্রিত হয়েছিলেন, তাদের মধ্যে বিভেদ বাড়তে থাকে। পতনের পরপরই পুলিশবাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে সামাজিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় গণমানুষের যে উদ্যোগ লক্ষ করা যায় তা প্রশংসনীয় ছিল।

নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ও ফ্যাসিস্ট মতবাদে বিশ্বাসী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটি এখনও অমীমাংসিত। এ বিষয়গুলোই উঠে এসেছে এ বইয়ের প্রবন্ধগুলোতে।

112 pages, Hardcover

Published February 1, 2025

1 person want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Arfaz Uddin.
92 reviews7 followers
March 1, 2025
Propaganda does not deceive people; it merely helps them to deceive themselves. Eric Hoffer

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বড় গন অভ্যুত্থান সফলতার মুখ দেখে পাচ ই আগস্ট ২০২৪ সালে। টানা পনেরো বছরের অমানবিক একনায়কতন্ত্রী শাসন কায়েমের পর যখন দেশের জনগন এবং শিক্ষার্থীরা প্রতিবাদের স্ফুলিঙ্গে ফুসে উঠে তখন তোপের মুখে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে। পনেরো বছর এবং চব্বিশের জুলাই মাসের নির্বিচার নির্যাতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন এক উল্লেখযোগ্য একনায়কের রাজত্বের অবসান ঘটে৷ আমাদের দেশের রাজনীতি যেনো একপ্রকার তার হাতের খেলার পুতুল হয়ে গিয়েছিলো, যার ক্রমশ ঘূর্ণায়মান চক্রের মধ্যে দেশ এবং দেশের জনগন বন্দি হয়ে চরকির মত ঘুরতে থাকে। তবে জনগনের এক অভ্যুত্থান দেশকে এই চক্রের থেকে মুক্ত করে দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী এবং ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলের সময়কার পরিস্থিতি নিয়ে আলোচোনার বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে সাইমুম পারভেজ এর পতনের পূর্বাপর বইটি।

পতনের পূর্বাপর বইটি মূলত দুইটি অধ্যায়ে বিভক্ত, একটি হাসিনার পতনের পূর্বে আরেকটি পতনের পরের৷ প্রথম পর্বটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সময় নিয়ে লিখিত। মূলত বিএনপির পূনরুত্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ফিরে আসা, দেশের সংখ্যালঘুদের উপর হামলা এবং রাজনীতির ভবিষ্যত নিয়ে আলোচোনা করেন৷ দ্বিতীয় পর্ব অর্থাৎ হাসিনার পতনের পূর্বের পর্বটি মূলত হাসিনার শাসন আমলে ঘটে যাওয়া দেশের অরাজকতা এবং আওয়ামী লীগ নামক সন্ত্রাস দলের বাংলাদেশের রাজনীতির উপর কব্জা এবং দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের ভয় এবং প্রোপাগান্ডাকে তৃণমূল ভাবে বপন করবার কূটচাল চালানোর ব্যাপারগুলোকে সহজভাবে বিশ্লেষন করে। একজন ফ্যাসিস্ট কিভাবে দেশের রাজনীতির উপর চরমভাবে ব্যক্তিস্বার্থ আরোপ করে দেশের মানবাধিকারকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে পারে তা হয়ত দেশীয় এই পরিস্থিতি উদ্ভূত না হলে বোঝা সম্ভব ছিলো না। সাইমুম সাহেব মূলত এই পরিস্থিতিকেই সহজভাবে আলোচোনা সমালোচোনা করেন।

সাইমুম পারভেজের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বেশ কিছু প্রবন্ধ নিয়ে গুছিয়ে দুটি অধ্যায়ে ভাগ করে সাজানো হয়েছে পতনের পূর্বাপর বইটি। মূলত শেখ হাসিনার শাসনামলের সময়কাল কে বেশ সুন্দরভাবে ব্যবচ্ছেদ করেন লেখক। লেখকের সরল প্রাঞ্জল ভাষ্য দিয়ে সরলভাবে অনেক জটিল তত্ত্বকে বুঝিয়েছেন, এছাড়া বিভিন্ন ডেটাকে একত্র করে সমৃদ্ধ করেছেন৷ লেখনির ধরন ও বেশ সুন্দর। রাজনৈতিক পরিস্থিতিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সংক্ষেপে বোঝার ও পড়ার জন্য বেশ চমৎকার একটি বই।
1 review
March 2, 2025
১৫ বছরেরও বেশি সময় ধরে পুরো দেশে কর্তৃত্ব ধরে রাখতে হলে সরকারকে হতে হয় অনেক স্ট্র‍্যাটেজিক। একদিকে যেমন উন্নয়নের বাণী শুনিয়ে জনগণের মন যোগাতে হয়, অন্যদিকে জনগণের মনে ত্রাসও সৃষ্টি করে রাখতে হয়। যাতে তারা প্রতিবাদ করার সাহস না দেখাতে পারে।

আর প্রতিবাদ যদি শুরু হয়েও যায়, সেক্ষেত্রে খুব সুচারুভাবে তা হ্যান্ডেল করতে হয় সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে। বাইনারি বয়ান ব্যবহার করে প্রতিবাদী কণ্ঠদের ধামাচাপা দিতে হয়। হাসিনা সরকারের সেই বাইনারি বয়ান ছিল, মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলা।

প্রোপাগান্ডা আর বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে দারুণভাবে অনেক সরকারবিরোধী আন্দোলনও সরকার নিজের শক্তিতে পরিণত করতে পেরেছিল।

এছাড়াও গণমাধ্যমকে কঠোর ভাবে নিয়ন্ত্রণ করাও ছিল হাসিনার কর্তৃত্ব ধরে রাখার উপায়। গণমাধ্যমকে জনগণের হতে দেয়া হয়নি। তাদের সবসময় শিকল পরিয়ে রাখা হয়েছে। যাতে হাসিনার তৈরি বয়ানটাই প্রাধান্য পেয়ে এসেছে। এসবের সম্মিলনই ছিল হাসিনার ১৫ বছরের দুঃশাসন।

এই দুঃসময়েও অন্যায়ের বিরুদ্ধে কলাম, বই, গবেষণা লিখে গেছেন যাঁরা, তাঁদের মধ্যে সাইমুম পারভেজ অন্যতম। ‘পতনের পূর্বাপর’ বইটি মূলত ২০২১ থেকে ২০২৪ এর মধ্যে লেখা তাঁর বাছাই করা কিছু প্রবন্ধ নিয়ে। বইয়ের নাম থেকেই আঁচ করা যায়, বইটি মোটাদাগে দুইভাগে বিভক্ত। একটা অংশ হাসিনার পতনের পূর্বের, অন্যটা তার পরের।

প্রথম আলো, দৃক নিউজ ইত্যাদিতে লেখা এসব কলাম বা প্রবন্ধ বেশ গবেষণা করে লেখা। হাসিনার দুঃশাসন বর্ণনায় বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট, বহু বিদেশি রেফারেন্সের সুন্দর মিশেল পাওয়া যায় বইটিতে, যা প্রবন্ধগুলোর মূল বক্তব্যকে জোরালো করে। হাসিনার পতন যে নিশ্চিত হয়েছিল রিগড ইলেকশনের পরপরই, তার ইঙ্গিতও পাওয়া যায় ’২৪ এর আগস্ট পূর্ববর্তী একটি লেখাতেই।

বইটি যেকোনো কর্তৃত্ববাদী সরকারের জনগণকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি বর্ণনা করেছে সামাজিক, অর্থনৈতিক ও সাইকোলজিক্যাল দিক থেকে অত্যন্ত সাবলীল ভাষায়। তবে ইতিহাস সবসময়ই এই ধরনের কর্তৃত্ববাদী সরকারকে ধ্বংস করে গণজাগরণের মাধ্যমে, এই বিষয়টিও পুনরায় নিশ্চিত হওয়া যায়।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.