লোকে বলে, পৃথিবীতে একই চেহারার সাতজন মানুষ আছে। লোকে তো কত কথাই বলে, সব কথায় কান দিতে নেই। কিন্তু এক কাকডাকা বিকেলে যদি কেউ হাজির হয়ে আপনাকে প্রস্তাব দেয়, আপনারই মতো দেখতে মৃত একজনের ভূমিকায় কাটাতে হবে কয়েকটা দিন। বিনিময়ে অর্থযোগের হাতছানি। কী করবেন আপনি? আপনি কী করবেন সেটা এখানে গুরুত্বপূর্ণ না, কারণ এই গল্পটা অভ্রর। সে কিন্তু চলছে গাজীপুরের প্রাচীন সেই বাড়ির উদ্দেশে দ্বিতীয় একজন হয়ে। আপনিও সঙ্গী হবেন নাকি?
বইয়ের মুখবন্ধ পড়ে আশঙ্কা এবং আগ্রহ দুই অনুভূতিই হয়েছিল। আশঙ্কা হয়েছিল কারণ লেখাটা ডিফেন্সিভ, যেনো কারো ভালো না লাগলে এটা দেখিয়ে লেখক বলতে পারেন "আপনি ডার্ক বইয়ের পাঠক না, তাই ভাল্লাগে নাই। বইতে লেখা থাকার পরেও পড়ছেন কেন?" আর আগ্রহ জেগেছিল অভ্রকে ডার্ক কিছুতে দেখার। অন্ধকার জগতের বাসিন্দার সাথে অভ্র কথার ফাইট দিচ্ছে, ধুন্ধুমার একশন, গোলাগুলি, জাদুর স্পেল দিয়ে একজন আরেকজকে কাবু করছে ব্যাপারগুলো মাথায় ভাসছিল।
কিন্তু হতাশ। গল্প লাইট হার্টেড নাকি ডার্ক তাতে কিছু যায় আসে না, জমাট গল্পটাই মেইন। দ্বিতীয় অভ্রের গল্প দুর্বল। এক্সিকিউশান দুর্বল। জাস্ট লিখতে মন চাইছে তাই লিখে ফেলা। সিরিজ লম্বা করার চেয়ে ভালো করার দিকে মনোযোগ দেয়া উচিত।