শান্তিপুরের ছোট্ট জঙ্গলে কুউরুক্কুকে সবাই খুব পছন্দ করে, মান্যগণ্য করে। ওর পালকের রং কমলা লাল। চমৎকার একটি সবুজ রঙের লম্বা পুচ্ছ আছে কুউরুক্কুর, মাথায় আছে লাল টকটকে একটি দারুণ ঝুঁটি। শরীরেও আছে বেশ জোর। জঙ্গলের সবাই জানে, বুদ্ধিমান মোরগ কুউরুক্কুর কাছে সবকিছুর সমাধান আছে। কারণ, তার মতো বুদ্ধি আর কারো মাথায় নেই...
আমার ছোট্ট ভাতিজার জন্য বইটা নিয়েছি। আমি আগে পড়ে শেষ করলাম! বেশ ভালই লেগেছে, রঙিন ছবিগুলোও সুন্দর। মনোয়ারুল ইসলামের লেখা কোনো বই আমি আগে পড়িনি, বাচ্চাদের বইটা দিয়েই শুরু করলাম!