শহরের ছেলে অর্ঘ্য অবসর কাটানোর জন্য মামাবাড়ি কনিকারায় এসে গ্রামটির রহস্যময় পরিবেশে আকৃষ্ট হয়। এক নিস্তব্ধ, রহস্যময় স্থান, যেখানে রাত বারোটার পর মোরগের এক অদ্ভুত ডাক শোনা যায়। এই ডাক গ্রামবাসীর কাছে অশুভের বার্তা, এক অভিশপ্ত অতীতের ছায়া। কৌতূহলী অর্ঘ্য, সুনির্মল মাঝির গল্প শুনে, কালা সাধুর রহস্যময় আশ্রমে পৌঁছে যায়। কিন্তু সে জানে না, এই কৌতূহল তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কালা সাধুর ছায়া কি তাকে ছেড়ে দেবে নাকি অর্ঘ্যের জীবনেও নেমে আসবে অভিশাপ?
অ্যাভারেজ গল্প। সত্যি বলতে টাকাটা অপচয়ই লাগছে। গল্প খারাপ ছিল না, তবে গল্পটা বেশি ছোট। কোনো কিছু বিল্ডআপ হওয়ার আগেই কাহিনী শেষ। আরেকটু আগালে হয়তো ভালো হতো কিন্তু এ অংশেই গল্প শেষ হলে সেটা হতাশ প্রচেষ্টা ছাড়া কিছু না।
সবার প্রথমে মাথায় রাখতে হবে যে এটা খুব ছোট একটা গল্প। গল্পের প্লট তৈরি করার বা উপসংহার টানার সুযোগ কম কিংবা নেই। সেই হিসেবে চমৎকার কাহিনী বিন্যাস হয়েছে। তবে অতিরিক্ত রহস্য রেখে দেয়াতে একটা অস্থিরতা কাজ করে যে কারণে রেটিংটা একটু কম দিলাম!