"ডুয়ার্স!" শব্দটা আমরা যারা সমরেশ পছন্দ করি তাদের অন্তত অজানা থাকার কথা না । নর্থ বেঙ্গলের ডুয়ার্স বেশ বিখ্যাত চা বাগানের জন্য। এছাড়াও আছে প্রাণীর অভয়ারণ্য, যাকে বলে আরকি সাফারি পার্ক। সেখানে লেখর চিন্ময় চক্রবর্তী বেশ অনেকবার গেছেন আর প্রতিবার পেয়েছেন অরণ্যের একটা নতুন রুপ। সব মিলিয়ে অনবদ্য ভাষায় লেখা এই ভ্রমণ কাহিনী!!
ডুয়ার্স নামটা কোথ থেকে এলো জানেন? সংস্কৃত একটি শব্দ "দ্বার" যেটাকে আমরা বাঙালিরা বলি "দুয়ার!" ইংরেজদের উচ্চারণে এই দ্বার হয়ে গেল ডুয়ার। সে থেকে আসল "ডুয়ার্স!" বেশ মজার ব্যাপার তাই না? ইংরেজরা কতটা ছাপ রেখে গেছে ভাবতেই কেমন লাগে!
আরো বেশ মজার কিছু ঘটনার এক অনুপম বিবৃতি বইটা। পড়তে পারেন, যদি আপনাকেও ওয়াইল্ড লাইফ আর জঙ্গল টানে!