ভালো-লাগা, প্রেম, বিয়ে- অন্য অনেকের মতো খুব স্বাভাবিকভাবেই ওদের জীবনে ঘটে। টেনেটুনে ভালোবেসে একসঙ্গে থাকাথাকিও চলছিল। কোত্থেকে ওদের গল্পে চলে আসে রুপু নামের এক চরিত্র। কী ভয়ংকর সেই চরিত্র! রুপু শুধু একটি নাম নয়। সে কি সন্দেহের ছদ্মনাম? সে রীতিমত এক আতঙ্ক, যে ডেকে আনে এক সর্বনাশ!