Rafiqun Nabi (Bengali: রফিকুন নবী; also Ranabi) is a Bangladeshi artist and cartoonist. Nabi's most famous creation is Tokai, a character symbolizing the poor street boys of Dhaka who lives on picking things from dustbins or begging and having a knack of telling simple yet painful truths about current political and socio-economic situation of the country. He has written some story in magazine of Prothom Alo the most popular daily newspaper of Bangladesh
সুখপাঠ্য ভ্রমণকাহিনী বলতে যা বোঝায় এটি তা নয়। লেখক ভ্রমণ করেছেন বিস্তর, সেসবকিছুরই জগাখিচুড়ি সংকলন বইটি। ভ্রমণ করা দেশগুলোর না প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনায় মুন্সিয়ানা দেখাতে পেরেছেন লেখক, না পেরেছেন যে উদ্দেশ্যে যাওয়া তা পাঠকের কাছে রসময় করে প্রকাশ করতে। রচনাশৈলীর দিক থেকেও এটিকে সার্থক রম্যরচনা বলারও কোন সুযোগ থাকল না। এক্ষেত্রেও কাঠগড়ার আসামী- বর্ণনাগত পারদর্শিতার অভাব। তবে লেখকের দিক থেকে চেষ্টা ছিল তা বোঝা যায়। বইটি তবুও উল্টেপাল্টে দেখতে বলব এর ভেতরকার চমৎকার ইলাস্ট্রেসনের জন্য। কেবল কালি কলমে, বেশ কম স্ট্রোকে এত্ত লাইভ সব ছবি! ছবিগুলোই বইটির প্রাণ ধরে রেখেছে। লেখা ছাড়া কেবল ছবিগুলো দিয়েই বইটি বের করলে বেশি আকর্ষনীয় হত !!
কিনতে হবে না, বেঙ্গলে গিয়ে স্রেফ ছবিগুলোর রস নিয়ে অট্টহাসি দিতে দিতে চলে আসবেন... :)
সম্পাদনার অভাবের জন্য এক তারা কম। বেঙ্গল পাবলিকেশন্সের মতো গোছানো প্রতিষ্ঠান থেকে এরকম আশা করা যায় না। গুডরিডসের রিভিউ যে সবসময় কাজের না, সেটা এই বই পড়ে প্রমাণিত হলো। রফিকুন নবীর রসবোধের সঙ্গে পূর্বেই পরিচিত ছিলাম। তাঁর রসময় অলঙ্করণের জন্যই কোনো কোনো বই কিনেছি, এমনও হয়েছে। এই রসবোধের কারণেই তিনশয়ের অধিক পৃষ্ঠার বই পড়তে একঘেয়েমি লাগে নি। তাছাড়া কত কিছু জানলাম। কত দেশ-বিদেশের রথীদের সম্পর্কে জানা হলো। সংস্কৃতি-শিল্পকলার দর্শন জানা হলো। রফিকুন নবী মানবিক অনুভূতিসম্পন্ন এক মানুষ, প্রকাশে অকপট; কিন্তু দেশীয় মূল্যবোধ ও সংস্কার সম্পর্কে সম্পূর্ণ সচেতন। অবশ্যপাঠ্য এক ভ্রমণলিপি।
ঘোরাঘুরি নিয়ে আমার পড়া সব থেকে বিরক্তিকর বই। না পড়লেও এমন কিছু যাবে আসবে না। আর্ট নিয়েও তেমন কোন কথা নেই বইতে। ভ্রমণ লগ টাইপের লেখা। যদিও সময়ের উল্লেখও করা হয়নি বেশির ভাগ জায়গাতে।