Daud Haider was a Bangladeshi poet who was forced into exile after writing a poem that "insulted" religion including Islam. American Center, International PEN have described him as "distinguished poet".
কবিতা আমার তেমন পড়া হয়না, তবে মাঝে মাঝে পড়তে ভালো লাগে। মনে একটা অন্যরকম অনুভূতির আবির্ভাব হয়....
এই কবিতার বইটার বেশ নাম-ডাক শুনাতে পড়তে ইচ্ছে হয়েছিল। বেশ ভালোই ছিল প্রায় কবিতা.... কবিতা আসলে আমি একসাথে অনেকটুকু পড়তে পারিনা। রেখে রেখে, আস্তে আস্তে এক-দুটো করে পড়ি, মাঝখানে আবার কবিতা পড়ার মুড না থাকলে পড়িনা,, যার কারণে গত মাসে এই ছোট্ট বইটি শুরু করলেও আজ শেষ হয়...... বেশ ভালোই ছিল এটার সাথে ভ্রমণ ❣️