নিরেট ইতিহাস। অপারেশন জ্যাকপট-এর ইতিহাস। যে অপারেশন মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অগ্রযাত্রাকে আরো বেশি বেগবান করেছিলো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অপারেশন জ্যাকপটের ভূমিকা অপরিসীম হলেও এ-সম্পর্কে তথ্য-উপাত্ত খুব কমই স্বাধীনতা পরবর্তী প্রজন্ম জানে। এই না জানার অনেক গুলো কারণ থাকতে পারে। যা লেখক বইয়ের শুরুতে বলেছেন এবং তা যুক্তিযুক্ত বলেই মন হলো।
অপারেশন জ্যাকপটে অংশ নেয়া কমাণ্ডোদের তথ্যের ভিত্তিতে লেখক ইতিহাসকে যেভাবে পর্যায়ক্রমে সাজিয়েছেন সেটা নিছক গল্প-উপন্যাস বলা যায়না। বাস্তবিক ঘটনা যে গল্প-উপন্যাস থেকে বেশি ঘটনাবহুল সেটার একটা দৃষ্টান্ত এই অপারেশন। অবশ্য লেখকের ভাষায় এটি একটি উপন্যাস। যেখানে নামমাত্র কল্পনার আশ্রয় নেয়া হয়েছে। পাঠক হিসেবে বইটি পড়ার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে বইয়ের কাহিনী নির্মাণে ব্যবহৃত স্থান, কাল, পাত্র সবই আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অংশবিশেষ। এখানে কোনো অংশকে নিছক কল্পনাপ্রসূত বলে ভেবে নেয়ার সুযোগ নেই।
I was certainly thrilled by this book. It was my early school days and the supermen of my country lead to a war that is impossible to portray by any people except Bangladesh. That time i was also reading James Bond series, but this book blew my mind.
মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ নৌ-অভিযানের নাম 'অপারেশন জ্যাকপট'। পড়তে পড়তে একসময় অনুভব করবেন রোমাঞ্চে যেকোনো থ্রিলারকে হারিয়ে দিচ্ছে আমাদের গৌরবময় 'অপারেশন জ্যাকপট'। যা ঘটেছিল ১৫ আগস্ট, ১৯৭১ সালে।
সেজান মাহমুদের লেখার হাত ভালো । তবে প্রত্যাশামাফিক হয়নি। আরেকটু গোছানো হলে মন্দ হতো না।
অপারেশন জ্যাকপটের ওপর লেখা দারুণ একটা গ্রন্থ। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা উপন্যাসটির মান উপন্যাস হিসেবে বিবেচনা করতে গেলে কোথায় থাকবে সেই আলোচনা সযতনে এড়িয়ে যাচ্ছি। হয়ত অপারেশান জ্যাকপটের মতো অসাধারণ উপাখ্যান আরও কুশলী কোনো লেখকের হাতে পড়লে অসাধারণ কোনো উপন্যাস হাতে পেতাম আমরা।
লেখক এখানে নিজ উদ্যোগে অপারেশানে অংশ নেয়া অসম সাহসী যোদ্ধাদের খুঁজে বের করে অপারেশান জ্যাকপটের কাহিনী লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের এই অমর উপাখ্যানকে পাঠকের কাছে সুখপাঠ্য করে তোলার জন্য লেখকের জন্য সাধুবাদ রইল।
বাংলাদেশ নদীপ্রধান দেশ।এই দেশের মানুষ অনেক ছোট থেকেই নদী,খাল-বিলে সাঁতার কেটে বড় হয়।নদী এদেশের মানুষের কাছে হাতের রেখার মতো পরিচিত।এই ভাবনা থেকেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গড়ে তোলা হয় বাংলাদেশের প্রথম নৌ কমান্ডো দল।যাদের প্রথম অপারেশন ছিলো 'অপারেশন জ্যাকপট'। মুক্তিযুদ্ধের অন্যতম দুর্ধর্ষ আর স্মার্ট অপারেশনগুলোর একটি হলো 'অপারেশন জ্যাকপট'।সেজান মাহমুদ সহজ ভাষায় তুলে ধরতে চেয়েছেন সেই অপারেশনের প্ল্যান,প্রস্তুতি থেকে শুরু করে একদম এক্সিকিউশন পর্যন্ত। লেখনীতে জড়তা চোখে লাগে।পড়ার সময় আরেকটু ডিটেইলস জানতে ইচ্ছে করে।সবমিলিয়ে 'অপারেশন জ্যাকপট' সম্পর্কে জানার জন্যে বেশ ভালো বই!