মহুত সাহেব, আমার বাবার খুনিকে এনে দিন। বিনিময়ে আমি আপনাকে আমার ইহজন্ম দান করিব।
সাথে সাথে স্ক্রিন বন্ধ হয়ে গেল। চেষ্টা করেও আর অন করা গেল না। পাসওয়ার্ড অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। সেদিকে মাশহুদের কোন খেয়াল নেই। কাঙ্খিত কোনো বস্তুকে এতোটা কাছ থেকে পেয়েও হারিয়ে ফেলার আফসোস তার মাঝে দেখা যাচ্ছে না। এর পরিবর্তে তার মুখ ফুটে উঠেছে এক ভালবাসার দ্যুতি। হাত ঘড়ির দিকে তাকিয়ে রইল সে। ঘড়িটা চলছে না। জাফরিন ঘড়িটা খোলার পর আর ঠিক করতে পারিনি। মাশহুদ চাইলে ঠিক করতে পারে কিংবা অবশ্যই নতুন একটা ব্যবহার করতে পারে। তবে সে করছে না। বন্ধ ঘড়ির দিকে তাকিয়ে প্রসারিত অধরে স্মিত হাসিটা ঝুলিয়ে সে মনে মনে আওড়ালো