ছোট্ট একটুকুনি এক পুতুল। নামটি তার মিতুল। দুষ্টু-দুষ্টু চোখ— মিটিমিটি চায়। টুকটুকে ঠোঁট— মুচকি-মুচকি হাসে। সেই মিতুলের ছিল এক ছোট্ট পুতুল-বোন। যেমন তার দেহের গড়ন, তেমনই তার দুধের বরন। মিতুলের সেই ছোট্ট অতটুকুনি বোনটি হারিয়ে গেল একদিন। বেচারা মিতুল, খুঁজে-খুঁজে সারা, চোখে জলের ধারা। সবশেষে, ক-ত-তো কাণ্ড করে মিতুল খুঁজে পেল তার পুঁচকে পুতুল-বোনটিকে। কীকরে হারাল সেই বোন, আর কীকরেই বা তাকে খুঁজে পেল মিতুল, তাই নিয়েই এক অ্যাডভেনচারের রূপময় রূপকথা ‘মিতুল নামে পুতুলটি।’ পাতা জোড়া-জোড়া ঝলমলে ছবি।