কবি'র প্রথম কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থের প্রেক্ষিতে মন্দ নয় কবিতাগুলো। সবচাইতে বেশি মন কেড়েছে বা আলোড়ন সৃষ্টি করেছে এই বইয়ের দুইটা কবিতা তিন মাসের প্রেম নিয়ে লেখা ' মনে পড়া, না পড়া ' এবং ' একদিনের বন্ধুত্ব ' নামের কবিতাদ্বয়। অদ্ভুত ভাল লাগা ছিল এই দুই কবিতাতে।