Sandip Ray (Bangla: সন্দীপ রায়) is a film director living in the city of Kolkata, West Bengal, India. He is the only son of the noted Bengali director Satyajit Ray and Bijoya Ray.
প্রথমে ম্যাড়মেড়ে লাগলেও শেষদিকে এসে দেখলাম ছোটদের মামদো ভুতের চ্যাঙব্যাঙ এর বাইরেও বইটিতে ভালো কিছু হরর আছে। রেবন্ত গোস্বামী তাঁর আনএক্সপ্লেইনড ‘শ্যামল পালের সমস্যা’ দিয়ে বোমা ফাটিয়েছেন প্রথমে। এরপর অরুণিমা রায়চৌধুরী ‘খোয়াবডাঙার মাঠ’ এ গা ছমছমে হ্যালুসিনেশন নিয়ে হাজির। আঙুলে ‘করমন্ডলের আংটি’ পড়ে সঞ্জয় গঙ্গোপাধ্যায় দেখিয়েছেন, Sometimes Miracle Happens. শিশির বিশ্বাস বাইসনরূপী দেওর পাল্লায় ফেলেছেন শিলিগুড়ি ট্রেনের ‘লাস্ট প্যাসেঞ্জার’ কে । শিবশঙ্কর ভট্টাচার্য আবার এনেছেন বন্ধুরূপী কুকুরকে, তাঁর চমৎকার হরর ‘চলনদার’ এ। পোড়োবাড়িতে রাত কাটাতে আসা সৈকত মুখোপাধ্যায়কে শিবুদা জানিয়েছেন - ‘চলে গেছি তবু আছি’। ‘ডাকবাংলোয় অন্ধকারে’ ইন্দ্রনীল স্যানাল সাক্ষাৎ পেয়েছেন ঠিক এক বছর আগে গত হওয়া সুহৃদের। এবং সবাইকে টক্কর দিয়ে, দেবজ্যোতি ভট্টাচার্য ‘গভীর রাতে ব্রহ্মপুত্রে’ শুনিয়েছেন তাঁর অপার্থিব অভিজ্ঞতার কথা। সবার এই সম্মিলিত ঠেলার চোটে ৭০% মামদো ভুতের ছা আর ছামদো ভুতের মা থাকা সত্ত্বেও বইটি আমার কাছ থেকে আদায় করে নিলো ৩।