আহসানুল শোভনAuthor 39 books91 followersFollowFollowApril 6, 2024এতদিন কেবল জানতাম ক্ষুদিরাম দেশের জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন। পুরো ইতিহাস জানা হয়নি, কারণ ইতিহাস পড়তে আমার নিতান্তই অনীহা। তাই কমিক আকারে ক্ষুদিরামের কাহিনী সংক্ষেপে পড়তে পেরে ভাল লাগল।