আধুনিক বাংলা গানের কোনও বিস্তৃত ইতিহাস বা সার্থক কালোত্তীর্ণ গবেষণা গ্রন্থ আরও লেখা হয়নি। অথচ আত্মপ্রকাশের কাল নিয়ে সামান্য বিতর্ক থাকলেও জনপ্রিয়তম এই বাংলা গানের বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে। 'কোন পথে গেল গান' কোনও অর্থেই বাংলা গানের ইতিহাস নয়, গবেষণা গ্রন্থ তো নয়ই। বাংলাগানের একজন সার্থক পথযাত্রী হিসেবে লেখক তাঁর স্মৃতিকথার মোড়কে ছুঁইয়ে গেছেন আধুনিক বাংলা গানের ঐতিহ্য-রঙিন পথ। লেখার টানে সেখানে হাজির স্মরণীয় সুরকার, গীতিকার এবং স্বনামধন্য শিল্পীরা। সঙ্গীত সৃষ্টির পথের নানা বৈচিত্র্য ছাড়া আছে অভিজ্ঞ সঙ্গীত-ব্যক্তিত্ব হিসেবে তাঁর নিজস্ব মতামত। সঙ্গীতের রসজ্ঞ শ্রোতা-পাঠকরা হয়ত পেয়ে যাবেন আলোচনার অনেক খোরাক। তাঁদের এমন কথাও মনে হতে পারে, অন্তত একজন স্রষ্টা নিজের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করলেন বাংলা গান দশক-শতাব্দী পেরিয়ে কোন দূরের পথে এগিয়ে যাচ্ছে।
একদা সুমন চট্টোপাধ্যায় প্রধানত নিজের জীবনকথা নিয়ে লিখেছিলেন 'হয়ে ওঠা গান'। বাংলা গানে আজও আচ্ছন্ন থেকে এবার কবীর সুমন লিখলেন 'কোন পথে গেল গান'।