এই প্রজন্মের বিশজন তরুণ গল্পকার। সবার কলমেই অদ্ভুত জাদুর ছোঁয়া। মনের সবটুকু জায়গা দখল করে আছে লেখালেখির দুর্নিবার আকাংক্ষা। যান্ত্রিক যন্ত্রণায় ভরা আটপৌরে জীবনের ছোট ছোট আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তি আর ভালবাসাবাসির সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিকে গল্পে রূপ দেয় ওরা। বাদ যায়না সীমাহীন কল্পনার জগতটিও। তাই কেউ প্রেমের গল্প লেখে, কেউ অপ্রেমের। থাকে জীবনের গল্প, থাকে ভৌতিক, আধিভৌতিক, রহস্য, রম্য, মনস্তাত্ত্বিক এমনকি সায়েন্স-ফিকশনও। ছোটগল্পের ছোট প্রাণ, ছোট কথাও বাদ পড়েনা। "শুধুই গল্প" একটি ভিন্ন ধারার গল্প সংকলন। যেখানে রয়েছে ভিন্ন ভিন্ন অনুভূতির বিশটি গল্প। যেখানে পাঠক একই সাথে পাবে কল্পনা ও বাস্তবতার মিশ্রণ। কোনো গল্প পাঠককে দেবে ভয়াবহ অনুভূতি, শেখাবে জীবনবোধ। কোনো গল্পে পাঠক পাবে আধিভৌতিকতার ছোঁয়া, রোমাঞ্চকর অনুভূতি অথবা প্রাণ খুলে হাসার উপাদান। মানব মনের সমস্ত অনুভূতির অপূর্ব সংমিশ্রণে "শুধুই গল্প" একটি অনন্য গল্প সংকলন।
ভালো লাগে নি। লেখা প্রকাশের জন্য সম্পাদনা প্রয়োজন। ফেসবুক কোনো বই প্রকাশের উপযোগী প্ল্যাটফর্ম না। ফেসবুক থেকে আজ পর্যন্ত যত লেখা বই আকারে প্রকাশিত হয়েছে, একটাও জাতের লাগে নি।