Jump to ratings and reviews
Rate this book

অ্যাডভেঞ্চার সমগ্র

Rate this book

368 pages, Hardcover

Published January 1, 2015

4 people are currently reading
37 people want to read

About the author

Ajeya Roy

4 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (55%)
4 stars
4 (22%)
3 stars
2 (11%)
2 stars
2 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,870 followers
January 11, 2015
অজেয় রায়ের বেশ কিছু (শিশু-কিশোর সাহিত্যে লেখকের অবদান ও সম্ভার এতোটাই বিপুল, যে মাত্র ৬টি উপন্যাস আর দুটি বড়গল্প নিয়েই এডভেঞ্চার “সমগ্র” হয়েছে, এটা মানা গেল না) জনপ্রিয়, এবং ধীরে-ধীরে পুরনো পত্রিকায় বন্দি থেকে হারিয়ে যেতে থাকা লেখাকে, প্রকাশ-সংক্রান্ত তথ্য এবং মূল অলংকরণের সঙ্গে প্রকাশ করে দে’জ একটি অসাধারণ কাজ করেছেন, তাই সব থেকে আগে তাঁদের সাধুবাদ দিতে হচ্ছে| বইটি শুধু উপাদানের দিক দিয়ে নয়, বরং মুদ্রণ-সৌকর্য এবং উপস্থাপনার বিচারেও একটি সম্পদ| এতে যেসব লেখা আছে সেগুলো হল: -

1. মুঙ্গু
2. আমাজনের গহনে
3. ফেরোমন
4. মিস্টার বাসুর ফরমুলা
5. মানুক দেওতার রহস্য সন্ধানে
6. রক্তচোষা
7. বাস্তেন দ্বীপে অভিযান
8. কেল্লাপাহাড়ের গুপ্তধন

এই তথাকথিত (কিন্তু আদতে নয়) “সমগ্র”-র মাধ্যমে দে’জ আমাদের আশায় রাখলেন যে ভবিষ্যতে কোন প্রকাশক অজেয় রায়ের সব লেখা নিয়ে একটি যথার্থ “সমগ্র”এক-না-এক দিন আমাদের উপহার দেবেন| সেই দিন আসা অবধি দয়া করে অপেক্ষা করবেন না| বইটি অবিলম্বে হস্তগত করুন, এবং পড়ে ফেলুন!
Profile Image for Rupam Das.
73 reviews3 followers
July 17, 2022
■ অ্যাডভেঞ্চার সমগ্ৰ
■ অজেয় রায়
■ অলংকরণ সত‍্যজিৎ রায়
■ প্রচ্ছদ রঞ্জন দত্ত
■ দেজ পাবলিশিং
■ দ্বিতীয় সংস্করণ মে, ২০১৬
■ ৩০০ টাকা

অ্যাডভেঞ্চার সম্পর্কিত গল্প বা উপন্যাস পড়তে সবসময়ই ভালো লাগে। বহুদিন আগেই শ্রদ্ধেয় লেখক অজেয় রায় এর লেখা 'আ্যডভেঞ্চার সমগ্ৰ' সংগ্ৰহ করেছিলাম। অবশেষে এই সংকলন পড়া হল। সন্দেশ ও কিশোর ভারতী পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত এই উপন্যাস ও গল্পগুলি মূলত কিশোর কিশোরীদের জন্যে লেখা হলেও বড়দের‌ও ভালো লাগবে বলেই আমার মনে হয় ।
এই ব‌ই তে ছটি উপন্যাস ও দুটি বড় গল্প রয়েছে।সেগুলি হল
● মুঙ্গু
● আমাজনের গহনে
● ফেরোমন
● মিঃ বাসুর ফরমুলা
● মানুক দেওতার সন্ধানে
● রক্তচোষা
● বাস্তেন দ্বীপে অভিযান
● কেল্লা পাহাড়ের গুপ্তধন

এর মধ্যে ৬টি কাহিনির প্রধান তিন চরিত্র হলো গল্পকথক অসিত ,অসিতের বন্ধু সুনন্দ এবং প্রাণিতত্ত্ববিদ প্রফেসর নবগোপাল ঘোষ।এই ত্রয়ীর মাধ্যমেই অভিযানের কাহিনি এগিয়ে চলে। আলাদা আলাদা উপন্যাস ও গল্পে দেশী বিদেশি অন‍্যান‍্য চরিত্ররাও যুক্ত হয়ে যায়।বাকি দুটি কাহিনিতে এই তিনটি চরিত্র নেই ।সেখানেও অন্য চরিত্রের মাধ্যমে অ্যাডভেঞ্চারের উজ্জ্বল উপস্থিতি‌।

প্রতিটি উপন্যাস ও গল্পে দেশ বিদেশের দুঃসাহসিক অভিযানের কাহিনি তো আছেই।এর সঙ্গেই রয়েছে ইতিহাস ,ভূগোল ,নৃতত্ত্ব ও জ্ঞান বিজ্ঞানের নানা রকম তথ্য আকর্ষণীয় ভাবে পরিবেশিত হয়েছে যা কখনোই একঘেয়ে মনে হয়না।আফ্রিকা,আমাজনের অদেখা বন জঙ্গল হোক কিংবা কোনো অচেনা জনগোষ্ঠীর জীবনযাত্রার কথা আবার পশ্চিমবঙ্গে বীরভূমের ঝিলে উত্তর এশিয়া ও ইউরোপ থেকে শীতকালে আসা যাযাবর হাঁসের গল্প খুব‌ই সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে। উপন্যাসের মাধ্যমে উঠে এসেছে ইনকা সভ‍্যতা, আর্মি অ্যান্ট, ফেরোমন, সরিসৃপ ও পাখির মিসিং লিংকের ফসিল , দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অজানা দ্বীপ ও জঙ্গল , প‍্যারাডাইস বার্ড সম্পর্কে প্রচুর তথ্য ।কিন্তু সবকিছুই লেখক পরিবেশন করেছেন সহজ সরল লেখনীর মধ্য দিয়ে ।ফলস্বরূপ কাহিনিগুলি মনোগ্ৰাহী ও সুখপাঠ্য হয়ে উঠেছে পাঠকের কাছে।

ব‌ই এর শেষে প্রতিটি উপন্যাস ও গল্পের প্রকাশকাল ও এর মধ্যে যে যে কাহিনি আলাদা আলাদা ব‌ই হিসেবে কবে প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে । এছাড়া মুঙ্গু ও মিঃ বাসুর ফরমুলা এবং আমাজনের গহনে উপন্যাসের ভূমিকা লিখেছিলেন যথাক্রমে লীলা মজুমদার ও প্রেমেন্দ্র মিত্র। তাঁদের লেখা পড়লেই বোঝা যায় যে অজেয় রায় কত বড়মাপের লেখক ছিলেন। পাঁচটি উপন্যাসে অলংকরণ করেছিলেন সত‍্যজিৎ রায় যা এককথায় অনবদ্য।অলংকরণগুলি নিঃসন্দেহে এই সংকলনটিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। তবে দু একটা জায়গায় বানান ভুল চোখে পড়েছে। ব‍্যক্তিগতভাবে আমার প্রচ্ছদটা ভালো লাগেনি| উপন্যাস অথবা গল্পের সঙ্গে সামাঞ্জস‍্য রেখে প্রচ্ছদ হলে আরো বেশী ভালো লাগতো। তবুও বলবো বিজ্ঞান ভিত্তিক অ্যাডভেঞ্চার গল্প / উপন্যাস পড়তে হলে অবশ্যই এই ব‌ইটি পড়া উচিত। ব‌ইটির আরো প্রচার পাওয়া দরকার ছিল। তবে প্রশ্ন একটা থেকেই গেলো। এই উপন্যাস ও গল্পগুলি ছাড়া শ্রদ্ধেয় লেখক অজেয় রায় অ্যাডভেঞ্চার বিষয়বস্তুর উপর আর কোনও কাহিনি লিখেছিলেন কিনা ? যাই হোক দেজ পাবলিশার্স কে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি সংকলন প্রকাশ করবার জন্য। যারা অ্যাডভেঞ্চারের উপর ব‌ই পড়তে পছন্দ করেন তারা এই বিশেষ সংকলনটি সংগ্ৰহ করে পড়ুন।নিশ্চয়ই ভালো লাগবে।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.