গতোবারের মতো এবারো নতুন বইটি বের হওয়ার সাথে সাথে কিনে পড়ে ফেললাম। কিন্তু আফসোস এবারেরটা ভালো লাগেনি!
দুঃখজনক হলেও সত্য দুই/একটা কবিতা বাদে পুরো বইটাতে আর ভালো লাগার মতো কিছু খুঁজে পাইনি।
এবং প্রচ্ছদের বিষয়টা নিয়ে না বললেইনা! বইটা হাতে নিয়ে মন খারাপ হয়ে যাবে ভাবিনি। এমন বিচ্ছিরি প্রচ্ছদ কেউ কেমন করে নির্বাচন করতে পারে আমি হাজার ভেবেও বের করতে পারিনি। যাই হোক, সর্বোপরি অভিজ্ঞতা বাজে।
গতকাল পাঠক সমাবেশে গেলাম। নতুন একটা বই পড়লাম। এক বসায় বইটা শেষ করলাম। কবিতার বই। কতদিন পর কবিতা পড়েছি সেই হিসেবও নাই। কারণ আজকাল কিছু মনে থাকে না। বইয়ের নাম "কুসুম তার সবটুকু জানে"। হাসান রোবায়েত এর। ওনার আরোও একটা বই আমি পড়েছিলাম। কিছু লাইন অনেকদিন মাথায় ঘুরপাক খেয়েছে। এবারও তাই।
"ভালোবাসা খুঁজে পাইতে একেকটা দুপুর স্রেফ জীবনের মতো দীর্ঘ হয়ে যায়"
কারণ,
"তোমার সবুরেই কাইটা গেলো দিন না রাস্তা পাইলাম না গন্তব্য।"
কবি বললো - "যে তোমারে ছাইড়া গেছে তার জন্যে মধ্যরাতে ঘুম থেকে উঠে দাউদাউ করে কাইন্দো না"
অথচ এই কাজ আমি নিত্য নিয়ম করেই করি। যেই নিয়মে ভাটা পড়ে না।
সকাল থেকে মনটা খুব ভারিক্কি হয়ে ছিলো, ভাবলাম বাতিঘরে গিয়ে চুপচাপ ঘন্টাখানেক বসে থাকবো। আসার পরে হাসান রোবায়েতের "কুসুম তার সবটুকু জানে" বইটা নিয়ে বসলাম। বলা ভালো আমি মোটেও কবিতার সমঝদার পাঠক নই। তাই কবিতার মান নির্ধারণ করা আমি অধমের কাম্য নয়। তবে বইটা পুরোটাই প্রেম এবং ভালোবাসার উদ্বেগের ছোঁয়া পেয়েছিলো। মোটামুটি ভালো লেগেছিলো বলা যায়।
এই বইয়ের পছন্দের কবিতাটা:
মাঝেমধ্যে আমার মন কয় আমি খুব তাড়াতাড়ি মইরা যাবো কিন্তু মইরা আমি কই যাবো-? একটা ব্রিজ পার হওয়ার মতন আমি মউতরে পার হইতে চাই- মইরাও আমি খালি তোমার কাছেই যাইতে চাই-
"আগে দর্শনধারী পরে গুণবিচারী" এই লাইন মাথায় রাখলে এই বইয়ের প্রচ্ছদ আমার মতো প্রচ্ছদ লোভী মানুষদের হতাশ করবে।
ছোট বড় মিলিয়ে ৪৮টি কবিতা আছে এখানে।হাসান রোবায়েত এর শব্দ নির্বাচন আর উপমা ব্যবহার বরাবরের মতই ভালো লেগেছে।প্রতিটি কবিতায় রয়েছে কাঙ্ক্ষিত একজনকে না পাওয়ার আক্ষেপ।