লিন্ডা কিং আর বুকাওস্কির ৫ বছরের প্রেমের দলিল এই বইটা; বুকাওস্কিরে নিয়া তো বইয়ের অভাব নাই; কিন্তু এই বইটা রিড করলে মনে হয় যেন 'রিয়াল বুকাওস্কি' আমাগো সামনে বিয়ারের ক্যান নিয়া বইসা আছে; লিন্ডা তাগো উদ্দাম চোদাচুদির সবরকম আলাপ পর্দা না দিয়াই বর্ণনা করছেন; রস বাড়ানোর জন্য বর্ণনা করছেন এইরকম মনে হয় নাই; দরকার আছিল আখ্যানটা বর্ণনা করার। লিন্ডার কিছু কবিতা আছে এই বইয়ে; অইগুলার মতোই সৎ তাঁর আর বুকাওস্কির উদ্দাম সেক্স উইথ লাভ রিলেশন। বুকাওস্কির পারভাটনেস পুরা ফুইটা উঠছে এই বইতে। বুইড়া ভামটা যে কি পরিমাণ শয়তান আছিল আর কবিতা বাদে তাঁর লাইফের আর কোনো কিছুতে মোরালিটি আছে বইলা আমার মনে হয় নাই; বিয়ারের ক্যান গিল্লা, মাতাল থাইকা, মাইয়া লাগাইয়া নিয়মিতই সে একটাই কাম করতেন; সেইটা হইল 'কবিতা করা'। আর মাঝে মাঝে নিজের লাইফ নিয়াই ডার্টি নোটগুলা লেখতেন আন্ডারগ্রাউন্ড পত্রিকায় হরদম; নো সেন্সরশিপ :P ।
লিন্ডা যে ভাস্কর্যটা করতে গিয়া বুকাওস্কির কাছাকাছি হইছিল সেইটা এখন দুনিয়া ফেমাস। পরে তো শে বুকাওস্কির লগে কবিতার বইও বাইর করছিলেন। বুকাওস্কির অনেক গুলা চিঠি যেগুলা মাথায় চোদার ক্যারা কিংবা লিন্ডারে কাছে পাওয়ার খায়েশ হইলেই সে লিখত লিন্ডারে, অইসব চিঠি এই বইতে আছে। যাইহোক, এই সবকিছু লইয়া কামুক বুকাওস্কির স্মৃতিসমেত লিন্ডা এখনো বাঁইচা আছেন নিজের মতো কইরা। মানুষরে এগুলা জানাইতে পাইরা মেবি একটু রিলাক্সও আছেন এখন!