সুভাষ মুখোপাধ্যায় (Subhash Mukhopadhyay) (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও গদ্যকার। জন্ম ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে, যা ছিলো তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার প্রেসিডেন্সী প্রদেশের অন্তর্গত। সারা জীবন কাটিয়েছেন পশ্চিমবঙ্গেই।
মূলত কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত হলেও রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য - সব ক্ষেত্রেই ছিলো তার বিচরণ। জীবনের এক পর্যায়ে বামধারার রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও পরে অনেকটাই সরে আসেন সেখান থেকে।
কাব্যগ্রন্থের মাঝে রয়েছে - পদাতিক (১৯৪০), অগ্নিকোণ (১৯৪৮), চিরকুট (১৯৫০), ফুল ফুটুক (১৯৫৭), যত দূরেই যাই (১৯৬২), কাল মধুমাস (১৯৬৬), এই ভাই (১৯৭১), ছেলে গেছে বনে (১৯৭২), একটু পা চালিয়ে ভাই (১৯৭৯), জল সইতে (১৯৮১), চইচই চইচই (১৯৮৩), বাঘ ডেকেছিল (১৯৮৫), যা রে কাগজের নৌকা (১৯৮৯), ধর্মের কল (১৯৯১) ইত্যাদি। অনুবাদ করেছেন নাজিম হিকমত, পাবলো নেরুদা, হাফিজ, নিকোলা ভাপৎসারভের কবিতা, আনা ফ্রাঙ্ক ও চে গুয়েভারার ডায়রী।
Dr. Nihar Ranjan Ray's book is a mammoth study of early Bengal: not in terms of the political dynasties, but about how the people lived in those times. Despite being a pinnacle of historical research into those times, it has remained an object of fear & reverence due to its volume, its breadth, and its details. Subhas Mukhooadhyay, respected as one of the greatest Bengali poets, had undertaken this labour of love with the sole aim of making that work more accessible, by abridging it. Unfortunately, that abridged edition had vanished from market due to the whims of that publisher. Now, thanks to Paschimbanga Bangla Academy, we have that book back, and white a lucid read it is! Highly Recommended.
বাঙালীর ইতিহাস নিয়ে এমন তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী বই এর আগে আর পড়ি নাই। ধর্মের পরিবর্তন, রাষ্ট্রনায়কের পরিবর্তনের কারণ, রিসোর্স্ফুল জাতি হওয়া সত্ত্বেও বাঙালীর পতনের কারণ ও বর্তমান ভগ্নদশার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। পুরো বই পড়ার সময় মনে হলো যেন খ্রিষ্টপূর্ব সময় থেকে বখতিয়ারের আক্রমণ পর্যন্ত বাংলার ঘটনাবলী নিয়ে একটা প্রামাণ্যচিত্র দেখলাম টিভিতে।