সুবোধ ঘোষের লেখালেখির সঙ্গে ঠিক পরিচিত ছিলাম না। শুধু ছোটগল্প 'থিরবিজুরি' আগে পড়া ছিল, কোন একটা গল্প সংকলনে।
কবে যেন একবার, উপহার দেবার নিমিত্তে কেনা হয়েছিল বইটা। একবার ডুবে গেলে টানা শেষ করে ফেলতে আর কী লাগে!
মহাভারতের প্রেমকাহিনিগুলো বুঝিনি, যেহেতু রামায়ণ- মহাভারত নিয়ে কোন আইডিয়া নেই।
উপন্যাস 'ত্রিযামা' অতোটা ভাল লাগেনি। রমাপদ চৌধুরির কথা মনে হয়েছে কোথাও কোথাও। হতে পারে, নিতান্তই কাকতাল।
ছোটগল্প 'অযান্ত্রিক' অসাধারণ!
সব মিলিয়ে, পাঁচে চার। :)