বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা কাহিনির শুরু হয়েছিল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর দিয়ে ৷ এক-একটি বাস্তব রহস্যের পুলিশি তদন্তের ধারাবিবরণী ছিল সেই রহস্য কাহিনি ৷ এরপর দারোগাদের অভিজ্ঞতা লেখার একটা চল শুরু হয় ৷ কিন্তু সবই ছিল ‘কেস হিস্ট্রি’—সাহিত্যরসে সমৃদ্ধ গল্প বা উপন্যাস তাকে বলা যায় না ৷ রহস্য-গোয়েন্দা কাহিনি উপন্যাসের আদলে সাহিত্যের আঙিনায় প্রথম নিয়ে আসেন পাঁচকড়ি দে ৷ তাঁর বিখ্যাত উপন্যাস ‘নীলবসনা সুন্দরী’, ‘মায়াবী’, ‘হত্যাকারী কে ?’ ইত্যাদি ৷ পাঁচকড়ি দে’র জনপ্রিয়তা সেসময়ে ছিল ঈর্ষণীয় ৷
সেই ঐতিহ্যের কথা মনে রেখে ১৯৩২ সালে শুরু হয়েছিল রহস্য-রোমাঞ্চ কাহিনির প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘রোমাঞ্চ’ ৷ তারপর একে-একে আবির্ভূত হয়েছিল ‘তদন্ত’, ‘মাসিক রহস্য পত্রিকা’, ‘মাসিক গোয়েন্দা’, ‘ক্রাইম’, ‘অপরাধ’ ইত্যাদি পত্র-পত্রিকা ৷ একসময়ে এ জাতীয় পত্র-পত্রিকার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল তুঙ্গে ৷ অথচ আশির দশকের শেষে একে-একে এই পত্রিকাগুলো তাদের ‘শেষ সংখ্যা’ প্রকাশ করে ৷ রহস্য-রোমাঞ্চ সাহিত্যের একটা অধ্যায়ে যবনিকা নেমে আসে ৷
সেইসব লুপ্ত পত্রিকা থেকে প্রত্নবস্তুর মতো একশোটি গল্প উদ্ধার করেছেন অনীশ দেব ৷ অজস্র নামী-দামি লেখক মণিমাণিক্যের মতো এক-একটি গল্প লিখেছিলেন সেইসব পত্রিকায় ! রহস্য সাহিত্যের খনি ঘেঁটে একশোটি মণিরত্ন উপহার দেওয়া হল দু-মলাটে ৷ এতে যাঁরা লিখেছেন তাঁদের কয়েকজন হলেন :
Anish Deb (22 October 1951 – 28 April 2021) was an Indian Bengali writer and academic. He was noted for his writings in the science fiction and thriller genre. He received several literary awards including Vidyasagar Award in 2019.
Anish Deb was born in 1951 in Kolkata. He completed his B.Tech. (1974), M.Tech. (1976) and Ph.D. (Tech.) with 1 silver and 2 university gold medals in Applied Physics from the Rajabazar Science College campus of University of Calcutta.
Anish Deb started his writing career in 1968. He also edited a number of collections of popular fictions, novels and detective stories. Some of his notable writings are: Ghaser Sheesh Nei, Saper Chokh, Teerbiddho, Teish Ghanta Shat Minute, Hate Kalome Computer, Bignyaner Dashdiganto, Jibon Jokhon Phuriye Jay.
A mammoth collection that succeeds in retrieving some of the lost jewels of Bengali literature, written by authors who were snubbed & snuffed because they used to write detective & mystery stories. Recommended.
অনীশ দেবের সম্পাদনা 'রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা ১০০ গল্প' নিয়ে নতুন করে কিছু বলার নেই। অধিকাংশ সংগ্রহ ই যেমন হয় আর কি, কিছু ভালো, কিছু মন্দ র সংমিশ্রন... এটাও প্রায় তেমনি। তবে এ বইটা একটু অন্যরকম। সেই কথাই বলি একটু...
এই ভদ্রলোক শুধু নিজে যে রহস্য কাহিনীর লেখক তা নয়, উনি দস্তুরমত আগ্রহী পাঠক ও বটে। ওনার কিশোর বয়সকালে যখন বাংলা রহস্য পত্রিকা গুলোর রমরমা...তখন থেকেই ওনার লেখালেখি শুরু। তারপর ধীরে ধীরে পত্রিকাগুলো বন্ধ হয়ে যায়, এখন কার্যত শুধুমাত্র রহস্য কাহিনী প্রকাশ করা পত্রিকা এপার বাংলায় নেই বললেই চলে। সেই ভাবনা থেকেই এই বইটা প্রকাশ করার ভাবনা - দীর্ঘ ৪০ বছরের রাজপাট থেকে কিছু 'সেরা'(!) গল্প তুলে আনার পরিকল্পনা। বইটায় তাই আছে আলাদা আলাদা লেখকের এরকম ১০০ টি গল্প - বিভিন্ন সময়ের। সমস্যা টা কোথায়... বাংলা সাহিত্যে রহস্য রোমাঞ্চ কাহিনী কে যে গুটিকতক লেখক classic এর সমতুল বলে মনে করেছেন, অনীশ দেব সেই বিরল ব্যাক্তিত্ব দের অন্যতম। তাইজন্য এ সংগ্রহে নামী লেখক রা একেবারে গরহাজির তা নয়, কিন্তু দেখে (মানে পড়ে) মনে হয়, এঁদের অধিকাংশই নিতান্তই দায়ে পড়ে কলম ধরেছেন। সুতরাং খুব ভালো কিছু একে বলা যায় না। সবচেয়ে ভালো লাগতে পারে এইসব পত্রপত্রিকা গুলো কে নিয়ে স্বয়ং সম্পাদক মশাইয়ের আলোচনা - যেটা আসলে বইটার ভূমিকা। আরও একটা কথা বলার আছে - এর কিছু কিছু গল্পের প্রেক্ষাপট এবং মনস্তত্ব বড় সন্দেহজনক ভাবে 'অবাঙালি'। প্রাপ্ত নম্বর ৫৭ / ১০০। অনেকের কাছে আরো কম ও হতে পারে, বেশি হবার সম্ভাবনা নিতান্ত কম।
যা দাঁড়ালো, তাতে পত্র ভারতী থেকে প্রকাশিত লেখকের ৪ টি রহস্য কাহিনীর সম্পাদনাই খুব সাধারণ মানের। আমার অত্যন্ত প্রিয় লেখকের কাছ থেকে এমন টা মোটেই আশা করিনি...