#বইয়ের_নামঃ নন্টে ফন্টে মেগা হিট (কমিক্স)
লেখক: নারায়ণ দেবনাথ
প্রকাশনী: পত্র ভারতী , ভারত । (পূর্বের কিশোর ভারতী)
প্রচ্ছদ: বর্মণ রায় এবং সুশান্ত প্রধান
পৃষ্ঠাঃ সাড়ে ৫৬
প্রথম প্রকাশঃ সম্পূর্ণ রঙিন , ২০০৩ সালে । ('নন্টে ফন্টে' প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা 'কিশোর ভারতী'তে(১৯৬৯)। পরবর্তীতে দেব সাহিত্য কুটির থেকে বই আকারেও প্রকাশিত হয়েছে।)
মূল্য: ৩৯.০০ রুপি , নীলক্ষেত মুল্যঃ ২০ টাকা :)
#লেখক_পরিচিতিঃ শিবপুর, হাওড়া, ভারতে জন্মগ্রহনকারী নারায়ণ দেবনাথ এর পারিবারিক পূর্বপুরুষদের বাসস্থান ছিল বাংলাদেশের বিক্রমপুরে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আর্ট কলেজে ভর্তি হলেও পরে ছেড়ে দেন । পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থায় কিছুদিন কাজ করে সাহিত্য কুটিরের সম্পাদক মণ্ডলীর সাহায্যে বাংলার কমিক্স জগতে প্রবেশ করেন তিনি । 'নন্টে ফন্টে' ছাড়াও 'হাঁদা ভোঁদা' , 'বাঁটুল দি গ্রেট' , 'ম্যাজিশিয়ান পটলচাঁদ' , 'বাহাদুর বেড়াল' ইত্যাদি তাঁর অমর কর্ম । (সুত্র-ইন্টারনেট)
#মূল_চরিত্রঃ
নন্টে , ফন্টে
কেল্টুদা
সুপারিন্টন্ডেন্ট
পার্শ্বচরিত্রেঃ হোস্টেলের এক গাঁদা ছাত্র
#সার_সংক্ষেপঃ
পুরো বইটি জুড়ে মোট আছে ১৫ টি ছোট ছোট কাহিনী । এই পনেরটি কাহিনীর মধ্যে অবশ্যই মূল চরিত্র হিসেবে ছিল নন্টে, ফন্টে নামের দুই বন্ধু । এই কমিকের সকল চরিত্রই মূলত পশ্চিম বাংলার কোনও একটা বোর্ডিং/হোস্টেলের এর সকল ছাত্র নিয়ে রচিত । যেখানে নন্টে ফন্টে একই বয়সের বা একই ক্লাসের হলেও , কেল্টু তাদের থেকে বেশ সিনিয়র । সিনিয়র হওয়াতে হোস্টেলের সুপারিন্টেনডেন্ট স্যার কেল্টুকে সেখানকার মনিটর বানিয়েছেন । এই কেল্টুকেই দেখা যায় একমাত্র হোস্টেলের মধ্যে ফুলপ্যান্ট পড়া অবস্থায় , বাকি সবাই হাফপ্যান্ট আর শার্ট । আর মনিটর হওয়াতে হোস্টেলের বাকি কমবয়সী ছাত্রদের দিয়ে বেশীরভাগ সময়ে নিজের কাজ করিয়ে নেয়ার ফন্দী আর তাদের খাবার ছিনিয়ে নিয়ে খাওয়ার বিভিন্ন দৃশ্য এই কমিক্সে দেখা যায় , কিন্তু প্রায় প্রতিটা কাহিনীর পরিশেষেই দেখা যায় , কেল্টু কোনও না কোনও ভাবে তার প্ল্যান বা উদ্দেশ্য সফল তো করতে পারছেই না , বরং প্রথমে সুপারিন্টেনডেন্ট স্যার কেল্টুকে পছন্দ করলেও কাহিনীর শেষে বেত নিয়ে মারার জন্য দৌড়াচ্ছেন ।
#ভাল_লাগাঃ
'নন্টে ফন্টে' র একটা সাদাকালো কমিক্স বই আমার কাছে ছিল । আর এখানে আলোচ্য বইটা সম্পূর্ণ রঙিন । এখন কালারফুল হোক আর গ্রেস্কেল , কমিক্সের মজাটা আগের মতোই আছে । নন্টে ফন্টের চেহারা একই রকম অনেকটা , শুধু নন্টের মাথার পিছে চুল একটু দাঁড়ানো । এদের সব কাহিনীই ভাল লাগে , খুবই সুন্দর একটা বন্ধুত্ব দেখানো হয়েছে এখানে । বেতের বাড়ি খেলে দুই বন্ধু একসাথে খায় , একসাথেই বুদ্ধি করে কেল্টুকে মার খাওয়ায় । কাহিনীগুলোতে আমার আসলে মায়া লাগে কেল্টুর জন্য । অনেক দুষ্টু সে , ছোটদের দিয়ে কাজ করায়ে নিতে চায় , স্যারের সামনে ভাল সাজতে চায় , সব কাজ আগে করতে চায় , কিন্তু সব কাহিনী শেষে বেচারা ধরা খায় চরম ভাবে :)
#খারাপ_লাগাঃ
এতো মজার একটা কমিক্সের বই এ আসলে খারাপ লাগার কিছু নেই । একটা জিনিসই খারাপ লেগেছে , সেটা হল , বইটা হাতে নিলাম আর পড়া শেষ হয়ে গেল ।
#ফিনিশিং
নব্বইয়ের বাকি সবার মতো আমারও ছোটবেলা কেটেছে নন্টে ফন্টে , বিল্লু , ফ্যান্টম , অগ্নিপুত্র-অভয়, চাঁচা চৌধুরী, লম্বু-মোটু এসব কমিক্স পড়ে । তখন পিডিএফ ছিল না , ছিলোনা ট্যাব আর কম্পিউটার , কিন্তু ঠিক সময় কেটে যেত এই কমিক্স গুলো হাতে পেলে । সময় পাল্টে যাচ্ছে , এখনকার অনেকেই এগুলো পড়েনাই বা পড়েনা । তারা চরমভাবে একটা নির্মল আনন্দ মিস করছে । বয়সও একটা ব্যাপার । কিন্তু অনেক বড় বড় নামকরা বইয়ের পড়তে পড়তে এখনও এসব কমিক্স একবার দুইবার হাতে নিয়ে পড়লে মনে হয় খুব একটা খারাপ লাগার কথা না । তাইনা ?
কখনও সময় করে পড়ে দেখতে পারেন ...
#প্রিয়_উক্তিঃ
সুপারিন্টেনডেন্ট স্যার এর একই রকম বেশ কয়েকটা উক্তি - 'তবে রে হতচ্ছাড়া ... ' , 'তবে রে মর্কট ...'