রিয়া
বুদ্ধদেব গুহ
দে'জ পাবলিশিং
মম: ২০০/-
গল্পের স্থান বর্তমান ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত গামারিয়া অঞ্চল। জামশেদপুর সংলগ্ন আদিত্যপুরের মধ্যে পড়ে। কাজের সূত্রে মাঝে মধ্যেই টাটা যাওয়া-আসা হয়। মূল শহর ছাড়িয়ে হাইওয়েতে উঠলেই এখনো পাহাড়, ফাঁকা জলাভূমি, সবুজের দেখা মেলে। তবে হাল আমলে কিছু জায়গায় দেখছি শপিং মল বা বিশাল আবাসন গড়ে উঠছে, সঙ্গে শিল্পায়ন তো আছেই। গল্পের গামারিয়ার সাথে এখনের গামারিয়া কিছুটা মেলে, সময়ের সঙ্গে পরিবর্তন তো হবেই।
গল্পের তিন মুখ্য চরিত্র - রিয়া, সংজ্ঞা আর অনিরুদ্ধ। তখনকার দিনে ছুটির সময় কলকাতার বাঙালিরা হাওয়া পরিবর্তনের জন্য স্বাস্থকর জায়গায় বেরিয়ে আসতো পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যে, এসব জায়গায় বাঙালিদের বাস ছিল অনেক। অনিরুদ্ধ আর তার পরিবার এসেছে গামারিয়াতে। রিয়া আর সংজ্ঞা, দুই বন্ধু, তাদের স্থায়ী বাস গামারিয়াতে। ঘুরতে আসা অনিরুদ্ধের সাথে তাদের দুই বন্ধুর ঘটনাচক্রে দেখা, আর দুই বন্ধুই প্রথম দেখাতে ভালো লাগিয়ে ফেলে অনিরুদ্ধকে।
গল্প যত এগোয় ততই বোঝা যায় এই তিনটে চরিত্রের মধ্যে আপাত পক্ষে অনিরুদ্ধকে সরল, নিরীহ আর নিরপেক্ষ দেখালেও আসল ঘুঘু তিনি। দুজনের মধ্যে কারো কাছেই ভাঙছে না, আবার হালকাভাবে ধরেও রাখতে চাইছে। এই বয়সে খেলে যাচ্ছে আর কি।
সংজ্ঞা একটা linear চরিত্র, রিয়া impulsive , এর বেশি কিছু নেই। গল্প বলে কিছু নেই। কোনো চরিত্রের গভীরতা নেই, ভালো কাহিনী নেই। এই বইটি পড়ার recommendation দিতে পারলাম না।