আল্লাহর প্রিয় বান্দা হতে কে না চায়? অথচ সে পথ তালাশ করি আমরা ক'জন?
আবার আমাদের অনেকের মুখের কথা থেকে শুরু করে ফেসবুকের কাভার ফটোতে পর্যন্ত "আই লাভ আল্লাহ" লিখা থাকে। কিন্তু এ ভালোবাসা আসলে কতটুকু খাঁটি ভালোবাসা তা কি কখনো পরিমাপ করতে ইচ্ছে হয়েছে? এই পরিমাপের প্যারামিটারটাই বা কি?
মহান আল্লাহ সুবহানু ওয়া তা'আলার কাছে লাখো কোটি শুকরিয়া তিনি তাঁর প্রতি ভালোবাসা পরিমাপের উপায় ও মাপকাঠি হিসেবে এক অকাট্য উপায় আমাদের বলে দিয়েছেন।।
তিনি বলেন,
"বল, “তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমাকে (রাসূল ﷺ-কে) অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।”" (সূরা আল-ইমরান: ৩১)
প্রিয় ভাই ও বোনেরা,
একটা ব্যাপার ভাবুন। আজ যদি কেউ আমাদেরকে প্রতিদিন কিছু কাজ করার বিনিময়ে লক্ষ কোটি টাকা পুরষ্কার দেয়, আপনি আমি কি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব না সেই কাজ সম্পন্ন করার? অথচ এদিকে الغني - সকল ধনীর সবচেয়ে বড় ধনী, এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ সুবহানু ওয়া তা'আলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টাতে তাঁর রাসূলের (ﷺ) সুন্নাহর অনুসরণে কেন আমাদের এত ঢিলেমি, এত অলসতা? সেখানে কেন এত অজ্ঞতা? অথচ একটু চেষ্টা করে আমাদের নিত্যকার কাজকর্মগুলো যদি রাসূল ﷺ- এর সুন্নাহ অনুসারে করি, তাহলে দিনে এক হাজারেরও বেশি সুন্নাহ পালন করা সম্ভব! আলহামদুলিল্লাহ! তাহলে কেন এ সুযোগ হেলায় নষ্ট করব আমরা? নিজেকে কেন দূরে রাখব আল্লাহর রাসূল ﷺ- এর অনুসরণ করে তাঁর প্রিয় বান্দা হতে?
যে মানুষ সারা বিশ্বের অধিপতি, জান্নাত জাহান্নামের মালিক মহান আল্লাহ সুবহানু ওয়া তা'আলার প্রিয় হতে পারল, তার আর কি লাগে ছোট্ট এই জীবনে? আমাদের মু'মিনদের জন্য এটাই কি সফলতার সংজ্ঞা না?
“আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে নিশ্চয়ই মহাসফলতা লাভ করল।” (সূরা আহযাব: ৭১)
এই লক্ষ্য কে সামনে রেখেই প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রায় সহস্রাধিক সুন্নাহ নিয়ে শাইখ খালিদ আল হুসাইনান সংকলন করেছেন তাঁর বিশ্বখ্যাত বই "দৈনন্দিনের সহস্রাধিক সুন্নাহ", যা অনুবাদ করে আমাদের সামনে নিয়ে এসেছে প্রিয় রুহামা পাবলিকেশন।