বছর নামক নাটকের শেষ অঙ্কটা খুবই অদ্ভুত, এই সময়ে এই ধরনের বই বারবার পড়তে কী যে আনন্দ হয় তা বলে বোঝানো যাবে না। শুধু বলবো সুখাদ্য আর উপভোগ্য ;)
থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, অপটিক্স, মডার্ন ফিজিক্স, রিলেটিভিটি, ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয় সহজ ইংরেজিতে মোটামুটি বিস্তারিতভাবে বর্ণিত। পাশাপাশি প্রতিটি অধ্যায় শেষে বেশকিছু গাণিতিক উদাহরণ দেয়া আছে। সবমিলিয়ে নাইস বই। এসব বই বারবার পড়তে হবে এবং অপরকে পড়ার জন্য উৎসাহিত করতে হবে :)