ভাঙাচোরা মধ্যবিত্তের অভিযোগ ও বিলাপে নুয়ে পড়া সাম্প্রতিক বাঙলা কথাসাহিত্যের রুগ্ন প্রেক্ষাপটে শওকত আলীর গল্প সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র। তাঁঁর কন্ঠ অভিমানে ভেঙে পড়েনি, এই কন্ঠ মানুষের পরাজয়ের কথা জানাবার জন্য ইনিয়ে বিনিয়ে কাঁদে না। শওকত আলীর গল্পে ধ্বনিত হয় শোষণের বিরুদ্ধে মানুষের সশব্দ প্রতিবাদ। মধ্যবিত্তের রুদ্ধশ্বাস গৃহে এই প্রতিবাদ বেজে উঠছে ঝন ঝন করে, খুলে পড়ছে মরচে পড়া ঘুণে ধরা দরজা জানালা, ঠা ঠা রোদে তেতে উঠছে সাম্প্রতিক সাহিত্যের স্যাঁতসেঁতে ঘর-বাড়ি। অলঙ্কারবর্জিত ও স্পষ্ট এইসব গল্প যুগযুগান্তের শোষিত কোটি কোটি মানুষের ঋজু মেরুদন্ডকে অভিনন্দন জানায়, সমস্ত জনপদ বনভূমি কান্দর কাঁপিয়ে ঘোষণা করে তাদের দৃপ্ত প্রতিরোধের কথা।
Shawkat Ali (Bangla: শওকত আলী) is a major contemporary writer of Bangladesh, and has been contributing to Bangla fiction for the last four decades. Both in novels and short stories he has established his place with much glory. His fiction touches every sphere of life of mass people of Bangladesh. He prefers to deal with history, specially the liberation war in 1971. He was honored with Bangla Academy Award in 1968 and Ekushey Padak in 1990.