প্রবাসী, প্রখ্যাত এক অর্থনীতিবিদ দীর্ঘকাল পর দেশে ফিরেছেন। তাঁর অভীষ্ট জন্মভূমির জন্য কিছু করা। অজস্র্য সাধারণ মানুষকে তিনি তাঁর উদ্যোগে পাশে পেয়েছেন। কেউ-কেউ আবার তাঁর বিরুদ্ধে। নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিভাবে তিনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছালেন তাই নিয়ে এই অনবদ্য আখ্যান।
Prafulla Roy was a Bengali author, lived in West Bengal, India. He received Bankim Puraskar and Sahitya Akademi Award for his literary contribution in Bengali.