স্যান এন্টোনিয়োর পাহাড়ী এলাকা হয়ে বাড়ি ফিরছে জন ক্যালকিন। দীর্ঘ পথচলায় ক্লান্ত। সাপ্লাইহীন দুটো দিন কাটার পর সানন্দে যোগ দিল এক বাথানে। রাউন্ড আপ চলছে তখন। ক্যালকিনকে পেয়ে খুশিই হলো অন্য ক্রুরা, কারণ প্রতিবেশী র্যাঞ্চার বেন্টন-উইলসনদের সঙ্গে বিরোধ ওদের তুঙ্গে। যে কোন সময় লড়াই বেধে যেতে পারে। রাসলিং নিয়ে তুলকালাম কান্ড ঘটতে বাকি, অথচ সবার অগোচরে গরু চুরি করছে অন্য একটা পক্ষ। র্যাঞ্চে এসেই বিহ্বল হয়ে পড়ল জন ক্যালকিন। ওর বস বিল লিপম্যান অন্ধ, কিন্তু তারচেয়েও বড় ব্যাপার - একসময় নিজেই রাসলার ছিল লোকটা, ওদেরই বাথান থেকে দেড় যুগ আগে কয়েকশো গরু চুরি করে পালিয়ে এসেছিল! ঘটনাটা লিপম্যান বা ক্যালকিন, কেউই ভুলে যায়নি।
Ahh, Western! We met again! Story varies but plot is still same. Survival , betrayal, overpowered dictator, rebel, guns and bit of love. Dusty and dry weather with sun scorching down, saaloon, riders, a norm Western landscape i can easily picture. Missed this feeling.
জন ক্যালকিন তুমি খুবই খারাপ লোক। তুমি কথা দিয়ে কথা রাখো না। এমিলি ডোরেল মেয়েটা ভালো মনের ছিল। তোমাকে পছন্দ করেছিল তাই বলে তুমি তাকে কষ্ট দিতে পারোনা। তুমি খুব খুব খারাপ